Advertisement
Advertisement
সেলিম

ইসলামপুরে সেলিমের গাড়িতে ভাঙচুর, অভিযোগের তির তৃণমূলের দিকে

তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগে সরব রায়গঞ্জের সিপিএম প্রার্থী৷

Goons allegedlly vandalised Md. Selim's car in Islampur
Published by: Tanujit Das
  • Posted:April 18, 2019 11:44 am
  • Updated:April 18, 2019 12:11 pm

শংকরকুমার রায়, রায়গঞ্জ: ইসলামপুরের পাটাগড়ায় রায়গঞ্জের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের গাড়িতে ভাঙচুর৷ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ভাঙচুর চালানোর অভিযোগে সরব ওই কেন্দ্রের বিদায়ী সাংসদ৷ সেলিমের অভিযোগ, সশস্ত্র অবস্থায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেখানকার একটি বুথে ছাপ্পা ভোট দিচ্ছিল৷ বাধা দিতে গেলে তাঁর গাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা৷ পরে প্রাক্তন সাংসদকে উদ্ধার করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷

[ আরও পড়ুন: প্রচারে বাধা দিতেই নোটিস ধরাচ্ছে সিআইডি, অভিযোগ ভারতী ঘোষের  ]

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে আধডিমটিখন্তি গ্রাম পঞ্চায়েতের একটি বুথে ছাপ্পা ভোটের খবর পান মহম্মদ সেলিম৷ এরপর সেখানে যান রায়গঞ্জের সিপিএম প্রার্থী৷ তাঁর অভিযোগ, সেখানকার তৃণমূল ব্লক সভাপতির নেতৃত্বে সশস্ত্র অবস্থায় ওই বুথ ঘিরে ছাপ্পা ভোট দিচ্ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা৷ এবং তিনি সেখানে পৌঁছালে তাঁর দিকে পাথর নিয়ে হামলা করা হয়৷ ভাঙচুর করা হয় তাঁর গাড়িতে৷ তবে সেলিমের কোনও আঘাত লাগেনি৷ কিন্তু এই ঘটনাকে কেন্দ্রে করে বুথের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে সরব হন সেলিম৷ পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সিপিএম প্রার্থীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন৷ সূত্রের খবর, এই ঘটনার বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানাতে পারেন রায়গঞ্জের সিপিএম প্রার্থী৷

Advertisement

[ আরও পড়ুন: চোপড়ায় তুমুল গন্ডগোল, তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ ]

অন্যদিকে ভোটগ্রহণকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত রায়গঞ্জ লোকসভার একাধিক অঞ্চল৷ গোয়ালপোখরের মধ্য ফুলবাড়ির সাহাপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর বুথে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে৷ একই অভিযোগ উঠেছে গোয়ালপোখরের গতি গ্রাম পঞ্চায়েতের ১৬৬/৩০৪ নম্বর বুথে৷ সেখানে ভোটারদের ধাক্কা দিয়ে লাইন থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে৷ সাধারণ মানুষের অভিযোগ, রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানির ভাই গোলাম রসুলের নেতৃত্বে সেখানে তাণ্ডব চালাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসকদলের স্থানীয় নেতৃত্ব৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ