Advertisement
Advertisement

Breaking News

হ্যাম রেডিও

হ্যাম রেডিওর সৌজন্যে হারানো ছেলেকে খুঁজে পেল পরিবার

ছ'মাস বাদে ছেলের খোঁজ পেল পরিবার।

HAM radio operators helps teen to return home in Bihar
Published by: Subhamay Mandal
  • Posted:December 3, 2019 3:07 pm
  • Updated:December 3, 2019 4:06 pm

শুভময় মণ্ডল: মাস ছয়েক আগে বেনারস থেকে বিহারে আসার সময় ভুল ট্রেনে উঠে পড়েছিলেন এক তরুণ। ট্রেনে চেপে হাওড়া স্টেশনে এসে পৌঁছন তিনি। তারপর সেখান থেকে বাসে হিঙ্গলগঞ্জ। স্থানীয় এক সহৃদয় ব্যবসায়ী তাঁকে নিজের কাছে আশ্রয় দেন। কিন্তু মানসিক সমস্যার জেরে পরিবার বা বাড়ির ব্যাপারে কিছুই বলতে পারছিলেন তিনি। তারপর হ্যাম রেডিওর তৎপরতায় হারানো ছেলেকে খুঁজে পেল পরিবার। জানা গিয়েছে, বিহারের নালন্দা জেলার পয়ারি গ্রামের বাসিন্দা ওই তরুণ সুনীল সিং (১৮)।

মাস ছয়েক আগে বারাণসীতে দিদির কাছে এসেছিলেন সুনীল। তারপর বাড়ি ফেরার সময় তাঁর দিদি স্টেশনে রেখে চলে যান। বিহারের ট্রেন ভেবে সুনীল হাওড়াগামী ট্রেনে উঠে পড়েন ভুল করে। তারপর হাওড়া স্টেশনে পৌঁছে কিছু না বুঝতে পেরে হিঙ্গলগঞ্জ যাওয়ার বাসে উঠে পড়েন সুনীল। হিঙ্গলগঞ্জে পৌঁছে সবজি বাজারে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয় ব্যবসায়ীদের। সুশান্ত ঘোষ নামে এক ব্যবসায়ী তাঁকে নিজের কাছে আশ্রয় দেন। সুনীলকে অনেক জিজ্ঞাসা করেও তাঁর বাড়ির ঠিকানা জানতে পারেননি সুশান্তবাবু। সুনীলের মানসিক সমস্যা ছিল বলে তিনি কিছুই বলতে পারছিলেন না।

Advertisement

[আরও পড়ুন: চাঁদের মাটিতে হদিশ বিক্রমের ধ্বংসাবশেষের, ছবি প্রকাশ নাসার]

এরপর সুনীলের বাড়ির খোঁজ করতে শুরু করেন সুশান্তবাবু। ওয়েস্টবেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাসের কাছে সুরাহা চান। হ্যাম রেডিওর সাহায্যে সুনীলের বাড়ির খোঁজ মেলে। নালন্দা জেলার হারনাড় থানা এলাকার পয়ারি গ্রামে সুনীলের বাড়ির খোঁজ মেলে। এরপর সেখানে গিয়ে তাঁর দাদাকে সুনীলের ছবি দেখাতেই ভাইকে চিনতে পারেন তিনি। সুনীলের পরিবার নালন্দা থেকে ট্রেনে রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশে। উপযুক্ত নথিপত্র দিয়ে এই তরুণকে তাঁর পরিবার হাতে তুলে দেওয়া হবে। ছেলেকে খুঁজে পাওয়ায় রীতিমতো খুশির হাওয়া সিং পরিবারে। হ্যাম রেডিওকে এর জন্য ধন্যবাদ জানাতে ভোলেনি ওই তরুণের পরিবার।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ