প্রধান শিক্ষককে ঘিরে চলছে বিক্ষোভ। নিজস্ব চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিড ডে মিলের চাল, ডাল-সহ অন্যান্য জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে স্কুল থেকেই। রান্না করা খাবারও উধাও হয়ে যাচ্ছে। স্কুলের প্রধান শিক্ষকের মদতে এই চুরি হচ্ছে বলে অভিযোগ। বুধবার স্কুলের ভিতর ও বাইরে প্রবল বিক্ষোভ চালাল স্কুলের পড়ুয়া থেকে এলাকার বাসিন্দারা। প্রধান শিক্ষককেও ঘেরাও করে রাখা হয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদের গাঁড়াগুপি উচ্চ বিদ্যালয়ে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাঁধুনি গোষ্ঠীর মহিলারা বহুদিন ধরে মিড ডে মিলের খাবার চুরি করছেন। চাল, ডাল থেকে শুরু করে মশলাপাতি ও শাকসবজি উধাও হয়ে যাচ্ছে। মঙ্গলবার স্কুল ছুটি হওয়ার পরে দেখা যায় রাঁধুনিরা খাবার নিয়ে যাচ্ছেন। ঘটনা নিমেষে ছড়িয়ে পড়ে এলাকায়। আজ বুধবার স্কুল শুরুর আগে থেকেই স্থানীয় বাসিন্দারা ওই এলাকায় জড়ো হন। প্রধান শিক্ষক নির্মলেন্দু মাহাতো স্কুলে আসতেই শুরু হয় বিক্ষোভ। ছাত্ররাও স্কুলের ভিতরে, বাইরে বিক্ষোভ দেখাতে থাকে। স্কুলের বেঞ্চ বাইরে নিয়ে গিয়ে রাস্তা আটকে রাখা হয়।
বাসিন্দাদের অভিযোগ, প্রধান শিক্ষক কোনও নিয়মকানুন মানেন না। অন্য কারও কথা শোনা হয় না। স্কুলের ছাত্র ভর্তিতেও বেশি টাকা নেওয়ার অভিযোগও আছে তাঁর বিরুদ্ধে। এদিন স্কুলে নিজের ঘরে আটকেছিলেন প্রধান শিক্ষক। অভিভাবকরা তাঁকে ঘিরে ধরে প্রবল বিক্ষোভ দেখান। তাঁদের সঙ্গে প্রধান শিক্ষকের জোর তর্কাতর্কিও চলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই স্কুলে বারোশোর উপর পড়ুয়া আছে। প্রতিদিন ৫০০ থেকে ৬০০ জনের মিড ডে মিল তৈরি হয়। সকলের জন্য সামগ্রী এলেও চাল, ডাল তারপরেও শেষ হয়ে যায়। শুধু তাই নয়, অনেক খাবার বেঁচে গেলেও পরে সেসব আর পাওয়া যায় না। প্রধান শিক্ষকের মদতেই সেসব হয়।
দেড় ঘণ্টার বেশি সময় ধরে চলে এই বিক্ষোভ। ঘরের ভিতরেই আটকে থাকেন প্রধান শিক্ষক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। ছাত্রদের বুঝিয়ে শান্ত করা হয়। প্রধান শিক্ষকের সঙ্গেও কথা বলেন পুলিশ আধিকারিকরা। নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন ওই প্রধান শিক্ষক নির্মলেন্দু মাহাতো। পুলিশ ঘটনার তদন্ত করছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.