Advertisement
Advertisement

Breaking News

ডেঙ্গু

বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, বনগাঁ হাসপাতাল পরিদর্শনে করলেন স্বাস্থ্য অধিকর্তা

রোগীদের সঙ্গে কথা বললেন স্বাস্থ্য অধিকর্তা ডাঃ অজয় কুমার চক্রবর্তী৷

Health Superintendent visited Bongaon Hospital to prevent Dengue
Published by: Tanujit Das
  • Posted:August 18, 2019 1:33 pm
  • Updated:August 18, 2019 1:34 pm

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ:  বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ৷ আক্রান্ত রোগীদের সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালগুলিকে৷ কেবলমাত্র বনগাঁ মহকুমাতেই এডিস মশা বাহিত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে শতাধিক| মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের৷ এই পরিস্থিতিতে শনিবার বনগাঁ হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাঃ অজয় কুমার চক্রবর্তী৷ ডেঙ্গুর চিকিৎসা করতে কতটা প্রস্তুত হাসপাতাল, সেই ব্যবস্থাপনাই খতিয়ে দেখেন তিনি৷ পাশাপাশি, কথা বলেন রোগীদের সঙ্গে৷ আশ্বাস দেন ভয় না পাওয়ার৷

[ আরও পড়ুন: নিখোঁজ বিজেপি নেতার রহস্যমৃত্যু, মৎস্যজীবীর জালে উদ্ধার দেহ ]

Advertisement

জানা গিয়েছে, রাজ্যজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের কপালে৷ এই রোগের ছড়িয়ে পড়া বন্ধ করতে তৎপর আধিকারিকরা৷ ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে আতঙ্ক কাটাতে এবং সচেতনতা ছড়াতে ইতিমধ্যে সংবাদ মাধ্যমকে হাতিয়ার করেছে স্বাস্থ্য দপ্তর৷ সাধারণ মানুষের মধ্যে সচেতনতার প্রচার থেকে শুরু করে পর্যাপ্ত ওষুধ, রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে সরকারি হাসপাতালে৷ সঙ্গে চলছে স্বাস্থ্য দপ্তর ও স্থানীয় প্রশাসনের নজরদারি৷ শনিবার বনগাঁ হাসপাতাল পরিদর্শনে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা ডাঃ অজয় কুমার চক্রবর্তী৷ তিনি বলে৷ রোগীদের তিনি বলেন, ডেঙ্গু হলে অযথা ভয় পাওয়ার কারণ নেই৷ সঠিক ও সুচিকিৎসায় এই রোগ সম্পূর্ণ নিরাময় সম্ভব৷ ডেঙ্গু বাহিত মশা পুরোপুরি ধ্বংস করা সম্ভব নয় তবুও সচেতনতা অবশ্যই প্রয়োজন৷

Advertisement

[ আরও পড়ুন: বোমায় নিহত বিজেপি কর্মী, ফের উত্তপ্ত লাভপুর ]

বর্তমানে বনগাঁ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৬২৷ হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্য অধিকর্তা বলেন, বর্তমানে খুব ভাল চিকিৎসা চলছে বনগাঁ হাসপাতালে৷ বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য দপ্তরের পারফম্যান্স, স্বাস্থ্য কর্মীদের দক্ষতা, হাসপাতালে রক্ত পরীক্ষা, মশারির ব্যবহার, রোগীর যত্ন নিয়ে প্রশংসায় করেন তিনি | খোদ হাসপাতাল চত্বরে নর্দমায় জমা জলে মশার লার্ভা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ধারাবাহিক বৃষ্টির পরিমাণ বেশি হলে মশার লার্ভা ধুয়ে চলে যায় | পাশাপাশি হাসপাতাল সুপার কে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার নির্দেশও দেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ