Advertisement
Advertisement

Breaking News

বুধবার রাজ্যের ৯ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

ঘুর্ণাবর্তের জেরে সকাল থেকেই আকাশ কালো।

Heavy rain forecast in nine districts

ফাইল ছবি

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 23, 2018 9:09 am
  • Updated:May 23, 2018 9:09 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘূর্ণাবর্তের জেরে নয় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া অফিস৷ হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের চার জেলা ও উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির সতর্কতা জারি হয়েছে৷ মূলত, বিহার ও উত্তরবঙ্গে টানা দু’দিন বৃষ্টি চলতে পারে বলে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে৷

এমনিতেই বর্ষা ক্রমশ এগিয়ে আসছে৷ সেইসঙ্গে পরিমণ্ডলে বাড়ছে জলীয় বাষ্পের আধিক্যও। তাপমাত্রাও কিছু ঊর্ধ্বমুখী। বিহার ও সংলগ্ন উত্তরবঙ্গের উপর রয়েছে ঘূর্ণাবর্ত। আর তাতেই আজ, বুধবার ঝড়বৃষ্টি সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের চার জেলায়৷ আজ, বুধবারও দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়-বৃষ্টি হতে পারে। পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। বঙ্গোপসাগর থেকে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঢোকার পরিমাণ বেড়ে গিয়েছে। এই কারণে ঘন ঘন বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে।

Advertisement

[রোমিওদের রুখতে শহরে নামছে প্রমীলা পুলিশের বিশেষ বাইক বাহিনী]

কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের উপ মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, বর্ষা না আসা পর্যন্ত স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে ঝড়বৃষ্টি চলতেই থাকবে৷ এমনিতেই দেশের মূল ভূখণ্ডে ঢোকার অপেক্ষায় রয়েছে বর্ষা৷ আনুষ্ঠানিকভাবে বঙ্গে বর্ষা আসার সময় না হলেও বর্ষা ঢোকা অনুকূল পরিবেশ তৈরি হয়েছে৷ জানা গিয়েছে, কেরলে বর্ষা ঢুকছে ২৯ মে৷ নির্দিষ্ট সময়ের তিনদিন আগে৷

Advertisement

[রাজ্য পুলিশের নয়া ডিজি হচ্ছেন বীরেন্দ্র, নিরাপত্তা উপদেষ্টা পদে সুরজিৎ করপুরকায়স্থ]

মৌসম ভবন আগেই জানিয়েছিল, এবছর বৃষ্টি হবে স্বাভাবিক নিয়মেই৷ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় ৯৭ শতাংশ। দেশের অর্থনীতির জন্য এই বৃষ্টিপাত যথেষ্ট উপকারী। এবার মৌসম ভবনের জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বর্ষার সূচনা ঘটাতে পারে এই মাসের শেষেই। ২৯ মে। তবে ঠিক ওই দিনই যে বর্ষা কেরলে ঢুকবে, তার কোনও নিশ্চয়তা দেয়নি হাওয়া অফিস। সাধারণ এই সব ক্ষেত্রে দিন চারেক আগুপিছু হয়ে থাকে। হয়তো ২৯ মে-র চারদিন আগে বা পরে আসতে পারে বর্ষা। সেই অনুযায়ী নির্ধারিত হবে কলকাতার ঋতু পরিবর্তনও। কেরলে চারদিন আগে এলে কলকাতাতেও দিন চারেক আগেই আসবে বর্ষা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ