Advertisement
Advertisement
Higher Secondary Result 2022

HS Result 2022: প্রথম দশের মেধাতালিকায় ২৭২ জন, ৯৯.৬ শতাংশ নম্বর পেয়ে প্রথম কোচবিহারের অদিশা

দশম স্থানে সবচেয়ে বেশি পরীক্ষার্থী, ৬৯ জন।

Higher Secondary Result 2022: 272 students rank in first ten positions in merit list
Published by: Sucheta Sengupta
  • Posted:June 10, 2022 12:00 pm
  • Updated:June 10, 2022 12:50 pm

দীপঙ্কর মণ্ডল: ২০২২ সালের উচ্চমাধ্যমিকের (Higher Secondary 2022) ফলপ্রকাশিত হয়েছে। পাশের হার ৮৮.৪৪ শতাংশ। এক থেকে দশম স্থানে থাকা ছাত্রছাত্রীদের নাম ও স্কুল-সহ মেধাতালিকা প্রকাশ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এই তালিকায় স্থান করে নিয়েছে মোট ২৭২ জন। এদের মধ্যে ছাত্রদের সংখ্যা বেশি – ১৪৪। মেধাতালিকায় থাকা ছাত্রদের সংখ্যা  ১২৮। সকলের প্রাপ্ত নম্বর ৯৫ শতাংশের বেশি।  প্রথম স্থানাধিকারী এক ছাত্রী। কোচবিহারের (Cooch Behar) দিনহাটা শনিদেবী জৈন হাই স্কুলের অদিশা দেবশর্মা। ৯৯.৬ শতাংশ নম্বর পেয়েছে সে।

বাবা,মায়ের সঙ্গে উচ্চমাধ্যমিকের প্রথম অদিশা দেবশর্মা

এ বছর উচ্চমাধ্যমিকের সংক্ষিপ্ত মেধাতালিকা (Merit List): 

Advertisement
  • প্রথম  –  অদিশা দেবশর্মা দিনহাটা শনিদেবী জৈন হাই স্কুল (কোচবিহার)। প্রাপ্ত নম্বর ৪৯৮
  • দ্বিতীয় – সায়নদীপ সামন্ত, জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তন (পশ্চিম মেদিনীপুর)। প্রাপ্ত  নম্বর ৪৯৭ 
  • তৃতীয় – রোহিন সেন,পাঠভবন (কলকাতা), সোহম দাস, হুগলি কলেজিয়েট স্কুল, অভীক দাস, কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউট (পূর্ব বর্ধমান), পরিচয় পারি, জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তন (পশ্চিম মেদিনীপুর)। প্রাপ্ত নম্বর ৪৯৬।
  • চতুর্থ –  ৮ জন। প্রাপ্ত নম্বর ৪৯৫
  • পঞ্চম – ১১ জন। প্রাপ্ত নম্বর ৪৯৪
  • ষষ্ঠ –  ৩২ জন। প্রাপ্ত নম্বর ৪৯৩
  • সপ্তম – ৩৭ জন। প্রাপ্ত নম্বর ৪৯২
  • অষ্টম – ৫৫ জন। প্রাপ্ত নম্বর ৪৯১
  • নবম –  ৫৪ জন। প্রাপ্ত নম্বর ৪৯০
  • দশম –   ৬৯ জন, প্রাপ্ত নম্বর ৪৮৯

[আরও পড়ুন: চাকরি পেয়েই মুখ্যমন্ত্রীকে ‘মা’ সম্বোধন, হাসপাতালের বেডে শুয়েই দেখা করার আবদার রেণুর]

কাটোয়ার (Katwa) কাশীরামদাস বিদ্যায়তনের ছাত্র অভীক দাস উচ্চমাধ্যমিকে (Higher Secondary) যুগ্মভাবে তৃতীয় হয়েছে। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। ২০২০ সালের মাধ্যমিকে যুগ্মভাবে দ্বিতীয় স্থান দখল করেছিল অভীক। কাটোয়া পুর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়ার বাসিন্দা শিবানন্দ দাস ও মানসী দাসের একমাত্র সন্তান অভীক। বাবা শিবানন্দ দাস কাটোয়ার মূলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর মা মানসীদেবী গৃহবধূ। এই ফলাফলে উচ্ছ্বসিত অভীক ও তার পরিবার। 

Advertisement

 

উচ্চমাধ্যমিকে দ্বিতীয় কাটোয়ার অভীক দাস।

[আরও পড়ুন: আগামী বছর পূর্ণাঙ্গ সিলেবাসেই উচ্চমাধ্যমিক, পরীক্ষা শুরুর তারিখ জানালেন সংসদ সভাপতি]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ