Advertisement
Advertisement

Breaking News

Sheikh Hasina

হাসিনার ভারত সফরের শুরুতেই বঙ্গে এল পদ্মার ইলিশ, হাসি ফুটল ভোজনরসিকদের মুখে

বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে সোমবার রাতেই ঢুকেছে ৪ টন ইলিশ।

Hilsa Fishes imported in Bengal on the first day of Sheikh Hasina's visit
Published by: Sucheta Sengupta
  • Posted:September 6, 2022 9:02 am
  • Updated:September 6, 2022 12:22 pm

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: চারদিনের ভারত সফরে সোমবারই নয়াদিল্লিতে পা রেখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। আর তাঁর সঙ্গে সঙ্গেই সোমবার সন্ধ্যায় বনগাঁ সীমান্ত দিয়ে বঙ্গে এল পদ্মার ইলিশ (Hilsa fishes)। কথা রাখল বাংলাদেশ। বন্দরের ব্যবসায়ীরা জানিয়েছেন, সোমবার রাতের দিকে একটি ট্রাকে ৪ টন ইলিশ ঢুকেছে। এই মাছগুলির ওজন ৭০০ থেকে ১৮০০ গ্রাম পর্যন্ত। মঙ্গলবার বিকেল অথবা বুধবার সকাল থেকে কলকাতা, শিলিগুড়ি-সহ বিভিন্ন বাজারে মিলবে পদ্মার ইলিশ৷ এরপরও প্রায় ২৪৫০ টন মাছ আমদানি করার কথা৷

Advertisement

পুজোর আগেই সুখবর ভোজন রসিক বাঙালিদের জন্য৷ বেনাপোল সীমান্ত দিয়ে সোমবার সন্ধ্যায় পেট্রাপোল বন্দরে  ঢুকে পড়ল পদ্মার রুপালি শস্য৷  বাংলাদেশের (Bangladesh) শেখ হাসিনা সরকার অনেকদিন আগেই ঘোষণা করেছিল ভারতের ইলিশ রপ্তানি করা হবে। উত্তর ২৪ পরগনার পেট্রাপোল (Petrapol) সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছে বাংলাদেশি ইলিশ৷

[আরও পড়ুন: পরকীয়ার চরম পরিণতি! ভারী পাথরে গয়না ব্যবসায়ীর মাথা থেঁতলে দিল স্ত্রী-কন্যা]

প্রসঙ্গত বাংলাদেশ বাজারের চাহিদার কারণে বাংলাদেশ সরকার ইলিশ মাছ রপ্তানি বন্ধ করে দিয়েছিল। কিন্তু চার বছর ধরে বাংলাদেশ সরকার পুজোর আগে ইলিশ পাঠাল ভারতে। এদিন সীমান্ত পেরিয়ে পেট্রাপোল বন্দরে ইলিশ ঢুকতেই উৎসাহ দেখা যায় বন্দরের ব্যবসায়ী-সহ সেখানকার মানুষজনদের মধ্যে৷ তাঁরা জানিয়েছেন, বছরভর অপেক্ষা করে থাকেন বাংলাদেশের ইলিশের জন্য। পুজোর আগে মাছ পৌঁছল, এতে তাঁরা ভীষণ খুশি। তবে বাজারে দাম কত হবে, তা এখনও ঠিক হয়নি৷

[আরও পড়ুন: চাকরির নামে টাকা নিয়ে লাগাতার ‘ধর্ষণ’, অন্তঃসত্ত্বা হতেই মারধরে নষ্ট সন্তান! আদালতে তরুণী]

প্রতি বছরই পুজোর আগে প্রতিবেশী রাজ্যে পদ্মার ইলিশ পাঠায় বাংলাদেশের হাসিনা (Sheikh Hasina) সরকার। অপেক্ষায় থাকেন আমবাঙালি। এবছর সেই ইলিশ ঢুকবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে হাসিনার গুরুত্বপূর্ণ সফর চলাকালীনই সেই সংশয় কেটে সীমান্তে পৌঁছল বাংলাদেশের রুপোলি শস্য। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement