Advertisement
Advertisement
IAS-IPS দম্পতি

বাধা নয় দূরত্ব বা ব্যস্ততা, কাজের ফাঁকে অফিসেই বিয়ে সারলেন IAS-IPS দম্পতি

সাক্ষী রইলেন মহকুমা শাসকের দপ্তরের কর্মীরা।

IAS and IPS officer get married on 14 February at Uluberia
Published by: Paramita Paul
  • Posted:February 14, 2020 7:50 pm
  • Updated:February 14, 2020 7:52 pm

মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: ভালবাসার দিনকে মনের খাতায় লিখে রাখলেন উলুবেড়িয়ার মহকুমা শাসক IAS তুষার সিংলা। ভালোবাসার দিনেই গত চার বছরের প্রেমিকা IPS আধিকারিক বিহারের ডিএসপি নভজিৎ সিমির সঙ্গে ঘর বাঁধলেন তিনি। আর তাঁদের এই আনন্দের দিনের সাক্ষী রইল মহকুমা শাসকের দপ্তরের কর্মীরা। সূত্রের খবর, কাজে ব্যস্ত থাকায় আনুষ্ঠানিকভাবে বিয়ে করতে পারেননি তাঁরা। তাই ভালবাসার দিনে মহকুমা শাসকের অফিসে বসেই বিয়েটা সেরে ফেললেন তাঁরা।

Advertisement

শুক্রবার দুপুরে দেখা যায়, মহকুমা শাসক সাদা জামার উপর কালো কোর্ট-প্যান্ট পরে চেয়ারে বসে। পাশের চেয়ারে বসে মেরুন রঙের শাড়ি পরা এক মহিলা। মাথায় সিঁদুর। ঘড়ির কাঁটায় দুপুর বারোটা পঁয়ত্রিশ। রেজিস্ট্রি কাগজে সই করলেন একে-একে। শুক্রবার মহকুমা শাসকের বাংলোতে দুই পরিবারের উপস্থিতিতেই রেজিস্ট্রি বিয়ে সারেন মহকুমা শাসক। উপস্থিত ছিলেন তুষারের মা কিরণ সিংলা। নভোজিৎ সিমির মা দলবীর কউর, বাবা হংসরাজ। নভোজিৎ সিমির ভগ্নিপতি বিশাল গোয়েল। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতেই নভোজিৎ সিমি পাটনা থেকে সপরিবারে চলে এসেছিলেন হাওড়ার উলুবেড়িয়ায়। 

Advertisement

[আরও পড়ুন : স্কুলের পোশাকে পদ্মফুলের লোগো, অভিভাবকদের বিক্ষোভে ভুল স্বীকার কর্তৃপক্ষের]

পাত্র-পাত্রী দুজনেই পাঞ্জাবের বাসিন্দা। নভোজ্যিৎ বর্তমানে বিহারের পাটনায় ডিএসপির (প্রশিক্ষণ)দায়িত্ব পালন করছেন। এদিকে তুষার সিংলা ২০১৫ সালের পশ্চিমবঙ্গ ক্যাডার। অন্যদিকে নভোজিৎ সিমি বিহার ক্যাডারের ২০১৮ সালের আইপিএস। নভোজিৎ আগে দন্তরোগ চিকিৎসক ছিলেন। তারপর ইউপিএসসি-তে বসেন। তুষার জানান, “ওঁর সঙ্গে আলাপ হয় বছর খানেক আগে হায়দরাবাদে এক অনুষ্ঠানে। তারপর মনের মিলন। সেখান থেকে চার হাত এক হল ভালোবাসার দিনেই।”

[আরও পড়ুন : ভক্তদের বিশ্বমানের সুবিধা দিতে তৎপর ইসকন, মায়াপুরে চালু পূজারি ফ্লোর]

আইএএস-আইপিএসের বিয়ের আনন্দ উপভোগ করলেন উলুবেড়িয়া মহকুমা শাসকের কার্যালয়ের কর্মীরাও। একাধিক কর্মী জানিয়েছেন, “বসের বিয়ের, তাও আবার ভ্যালেন্টাইন’স ডে’তে, দারুন ব্যাপার।” স্মরণীয় মূহূর্তের ছবিগুলো মোবাইলে ক্যামেরাবন্দি করলেন অনেকে। তবে ভালোবাসার দিনেই কেন বিয়ে? সে প্রশ্নের উত্তর অবশ্য কৌশলে এড়িয়ে গিয়েছেন নবদম্পতি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ