Advertisement
Advertisement

Breaking News

কেন্দ্রীয় পর্যবেক্ষক দল

শিলিগুড়ির বাজারগুলিতে সচেতনতার অভাব, অসন্তুষ্ট কেন্দ্রীয় পর্যবেক্ষকরা

স্থানীয় প্রশাসনের গা ছাড়া মনোভাব নিয়ে অভিযোগ।

IMCT North not happy with the scenario at Siliguri Markets
Published by: Subhamay Mandal
  • Posted:April 26, 2020 4:06 pm
  • Updated:April 26, 2020 4:15 pm

শুভদীপ রায়নন্দী, শিলিগুড়ি: উত্তরবঙ্গের বাজারগুলিতে লকডাউন নিয়ে ফের অসন্তোষ প্রকাশ করলেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। বাজারগুলিতে সচেতনতার অভাবের পাশাপাশি স্থানীয় প্রশাসনের গা ছাড়া মনোভাব নিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে কেন্দ্রীয় আন্তঃমন্ত্রক প্রতিনিধি দল।

রবিবার খাপড়াইলের নিউ চামটা চা-বাগান, শিলিগুড়ির বিধানমার্কেট এবং কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গনে সবজি বাজার পরিদর্শন করেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। বাজারগুলো দেখার কেউ নেই, স্থানীয় প্রশাসন নেই বলে অভিযোগ করেন কেন্দ্রীয় দলের চেয়ারম্যান বিনীত জোশী। পাশাপাশি সচেতনতার অভাব রয়েছে বলে জানান তিনি। রাজ্য সরকারকে সহযোগিতার আবেদন করেন এবং করোনা পরিস্থিতিকে আরও গুরুত্ব সহকারে নেওয়ার পরামর্শ দেন তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: ‘চোর কাঁহি কা’, বিজেপি নেতা রাহুল সিনহাকে কড়া আক্রমণ অনুব্রতর]

প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগে এ রাজ্যে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল। একাধিক দলে ভাগ হয়ে উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন তাঁরা। রবিবার উত্তরবঙ্গে চতুর্থ দফায় পরিদর্শনে বেরোন প্রতিনিধি দলের সদস্যরা। শিলিগুড়ির বিধানমার্কেট এবং কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গনে সবজি বাজার পরিদর্শন করেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। ওই বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। লকডাউনে কেন্দ্রের নির্দেশ মেনে চলা হচ্ছে কি না, তা খতিয়ে দেখেন।

Advertisement

বাজারগুলিতে সচেতনতার অভাব নিয়ে আগেও রাজ্য সরকারকে জানিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। এবার স্থানীয় প্রশাসনের গা ছাড়া মনোভাব নিয়েও সরব হয়েছেন তাঁরা। বিনীত জোশী করোনা পরিস্থিতিকে আরও গুরুত্ব সহকারে নেওয়ার জন্য রাজ্যকে পরামর্শ দেন।

[আরও পড়ুন: বাজার বন্ধ থাকার আতঙ্কে রাতেই খুলল দোকানপাট, সংঘর্ষ-লাঠিচার্জে উত্তপ্ত বেলুড়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ