Advertisement
Advertisement
Birbhum BJP

শুভেন্দুর সভার আগে বীরভূমে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, ধ্রুব সাহার নামে ‘চোর’ পোস্টার

এ বিষয়ে জেলা সভাপতি ধ্রুব সাহার কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও।

Internal feud in Birbhum BJP before Suvendu Adhikari meeting today | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:November 27, 2023 10:56 am
  • Updated:November 27, 2023 2:19 pm

নন্দন দত্ত, সিউড়ি: বীরভূমে (Birbhum) ফের প্রকাশ্যে গেরুয়া শিবিরের গোষ্ঠীকোন্দল। দলের জেলা সভাপতির বিরুদ্ধে ‘চোর’ পোস্টারে ছয়লাপ রামপুরহাট এলাকা। সোমবার সকালে এই দৃশ্যে স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়ে যায় বিজেপির (BJP) অন্দরে। যদিও কিছুক্ষণ পর বিজেপির আইটি সেলের কর্মীরা এসে পোস্টারগুলি খুলে নিয়ে যান। কিন্তু তাতে উত্তেজনা কমেনি। আজই রামপুরহাটে শুভেন্দু অধিকারীর পথসভা রয়েছে। তার আগে জেলা সভাপতির বিরুদ্ধে এই ঘটনায় যথেষ্ট অশান্তি ছড়িয়েছে। বিষয়টি নিয়ে ধ্রুব সাহার কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement

আগামী ২৯ তারিখ ধর্মতলায় বিজেপির মেগা সম্মেলন। ১০০ দিনের কাজে বঞ্চিতদের নিয়ে রাজ্য বিজেপির সমাবেশের প্রধান অতিথি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। জেলায় জেলায় চলছে তার প্রচার। সেই প্রচারেই সোমবার রামপুরহাটে (Rampurhat) যাবেন শুভেন্দু অধিকারী। সেখানে পদযাত্রার পর পাঁচমাথা মোড়ে একটি পথসভা করার কথা তাঁর। সেইমত প্রচারের জন্য পোস্টার দেওয়া হয়েছিল। কিন্তু সোমবার সকালে দেখা গেল, শুভেন্দুর সভাস্থলের সামনেই জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে পোস্টার পড়েছে। তাঁকে ‘চোর’ বলে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। পোস্টারে এই প্রশ্নও তোলা হয়েছে, ”সম্মানীয় লড়াকু বিরোধী দলনেতা শুভেন্দুদা কেন চোর ধ্রুব সাহা ও জগন্নাথ চ্য়াটার্জির সাথে কেন?”

Advertisement

[আরও পড়ুন: টিকিট কেলেঙ্কারি! শুভেন্দুর জমানায় পরিবহণে বিশাল দুর্নীতির হদিশ, দায়ের FIR]

বীরভূমের জেলা বিজেপি সভাপতির বিরুদ্ধে ক্ষোভ এই নতুন নয়। বিজেপির একাংশের কাছেই তিনি তেমন গ্রহণযোগ্য নন। আগেও বেশ কয়েকবার তাঁকে ঘিরে বিক্ষোভের ঘটনায় কাঠগড়ায় উঠেছেন জেলা বিজেপিরই একদল কর্মী। এবার শুভেন্দুর সভার দিন, তাঁরই সভাস্থলের সামনেই ধ্রুব সাহার বিরুদ্ধে ‘চোর’ পোস্টার পড়া ঘিরে প্রকাশ্যে চলে এল জেলা বিজেপির অন্তর্দ্বন্দ্ব। তবে যাঁকে নিয়ে এত শোরগোল, সেই জেলা সভাপতি ধ্রুব সাহা এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।

[আরও পড়ুন: অকাল বর্ষণে বিপর্যস্ত গুজরাট, বজ্রপাতে একদিনেই মৃত অন্তত ২০]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ