Advertisement
Advertisement

Breaking News

Jalpaiguri

কুকুরকে লাথি মারায় কষিয়ে চড়! জলপাইগুড়িতে মৃত্যু শ্রমিকের

অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব চা কারখানার শ্রমিকরা।

Jalpaiguri man allegedly killed for kicking dog | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Paramita Paul
  • Posted:September 19, 2023 2:22 pm
  • Updated:September 19, 2023 2:24 pm  

শান্তনু কর, জলপাইগুড়ি: বিশ্বকর্মা পুজোর রাতেই মর্মান্তিক ঘটনা। কুকুরকে লাথি মারায় মালিকের পরিবারের সদস্যর হাতে প্রহৃত হয়ে মৃত্যু হল চা কারখানার এক শ্রমিকের। জলপাইগুড়ি রাহুত বাগান এলাকার ঘটনা। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযুক্ত কারখানার মালিকের ভাইপো সিদ্ধার্থ গান্ধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন চা কারখানার শ্রমিকরা।

জানা গিয়েছে, রাহুত বাগান এলাকায় এই চা কারখানার শুরু থেকেই কাজ করতেন স্থানীয় বাসিন্দা সুব্রত মণ্ডল। সোমবার বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে শ্রমিকদের জন্য খাওয়াদাওয়ার ব্যবস্থা করে ছিল মালিকপক্ষ। সেখানে উপস্থিত সুব্রত একটি কুকুরকে লাথি মারে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। জানা গিয়েছে, এই ঘটনায় উত্তেজিত হয়ে মালিকের ভাইপো সিদ্ধার্থ কারখানার শ্রমিক সুব্রতকে চড় মারেন।

Advertisement

[আরও পড়ুন: খলিস্তানি বিতর্ক: কানাডার সমালোচনায় মোদি সরকারের পাশে কংগ্রেস]

আকস্মিক আঘাতে সঙ্গে সঙ্গে পড়ে যান বছর পঞ্চান্ন বছরের সুব্রত মণ্ডল। তাঁকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তি এবং মৃতের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরের দাবি জানিয়েছেন কারখানার শ্রমিক এবং এলাকার বাসিন্দারা।

[আরও পড়ুন: খলিস্তানি দাবিকে ‘সমর্থন’ ট্রুডোর, কানাডা থেকে বহিষ্কৃত ভারতীয় শীর্ষ কূটনীতিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement