Advertisement
Advertisement

Breaking News

জিতেন্দ্র তিওয়ারি

‘বিজেপি অশান্তি করলে তৃণমূল চুপ করে বসে থাকবে না’, হুমকি জিতেন্দ্র তিওয়ারির

পুলিশকে হুমকিও দিলেন জিতেন্দ্র তিওয়ারি৷

Jitendra Tiwari threatens police officer at Durgapur
Published by: Sayani Sen
  • Posted:May 28, 2019 1:21 pm
  • Updated:May 28, 2019 1:21 pm

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ‘‘বাংলায় ভাল ফল করা মানেই তোমরা তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙতে পারো না৷ বিজেপি অশান্তি না থামালে, তৃণমূলও চুপ করে বসে থাকবে না৷’’ দুর্গাপুরের ৮ নম্বর ওয়ার্ডে দলীয় কার্যালয় ভাঙচুরের প্রসঙ্গে এভাবেই বিজেপিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন জেলা তৃণমূল সভাপতি জিতেন্দ্র তিওয়ারি৷ পুলিশকেও ধমক দিয়ে গোটা ঘটনার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি৷

[ আরও পড়ুন: ‘মমতার পাশে আছি’, দলবদলের জল্পনায় জল ঢেলে ফেসবুকে পোস্ট শীলভদ্রর]

ভোট মিটে গিয়েছে৷ ফলপ্রকাশও হয়ে গিয়েছে৷রাজ্যজুড়ে তুলনামূলক ফল ভাল হওয়ায় উচ্ছ্বসিত গেরুয়া শিবির৷ প্রায় প্রতিদিনই বিজয় মিছিল করছেন দলীয় নেতাকর্মীরা৷ সোমবার সন্ধেয় দুর্গাপুরের ৮ নম্বর ওয়ার্ডে বিজয় মিছিল করছিলেন বিজেপি সমর্থকরা৷ বিজয় মিছিল যে এলাকা দিয়ে যাচ্ছিল, সেখানেই রয়েছে তৃণমূল কার্যালয়৷ অভিযোগ, মিছিলে পা মেলানো বেশ কয়েকজন বিজেপি কর্মীস, সমর্থক ঘাসফুল শিবিরের কার্যালয়ে ঢুকে পড়ে৷ তৃণমূল কর্মী,সমর্থকদের হুমকি দেয় বলেও অভিযোগ৷ প্রতিবাদ করতে গেলে দু’পক্ষের বাকবিতণ্ডাও হয়৷ তবে অশান্তি সেভাবে দানা বাঁধার আগেই ঘটনাস্থল ছেড়ে চলে যান বিজেপি কর্মী, সমর্থকরা৷ মাঝে প্রায় ঘণ্টাখানেকের বিরতি৷ তারপর আবারও তৃণমূলের কার্যালয়ে গিয়ে পৌঁছান পদ্ম শিবিরের সদস্যরা৷ অভিযোগ, কিছু বুঝে ওঠার আগেই কার্যালয় ভাঙচুর চালাতে শুরু করে তারা৷ চেয়ার, টেবিল, জানলা, দরজা ভাঙচুরের পাশাপাশি ছুঁড়ে ফেলে দেওয়া হয় দলীয় পতাকাও৷ তাতে বাধা দিতে গেলে আক্রান্ত হতে হয় বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থককেও৷

Advertisement

TMC PARTY OFFICE RANSACK

Advertisement

[ আরও পড়ুন: ‘যো জাহা মিলে উড়া দো’, প্রকাশ্যে অর্জুন সিংয়ের বিস্ফোরক হুমকি ভিডিও]

ইতিমধ্যেই এই খবর গিয়ে পৌঁছায় স্থানীয় থানায়৷ প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশবাহিনী৷ আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার এসিপি ১ (পূর্ব) আরিফ বিলাল, দুর্গাপুর থানার ওসি-সহ আরও অনেকেই সেখানে পৌঁছান৷ এছাড়াও ঘটনাস্থলে যান জেলা তৃণমূল সভাপতি জিতেন্দ্র তিওয়ারি, দুর্গাপুর নগরনিগমের চেয়ারম্যান মৃগেন পাল-সহ বেশ কয়েকজন দলীয় নেতা৷ সংঘর্ষের ঘটনায় বিরক্ত জিতেন্দ্র তিওয়ারি৷ এই পরিস্থিতিতে পুলিশ আধিকারিকদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতেও দেখা গিয়েছে তাঁকে৷ তিনি বলেন, ‘‘বিজেপি যদি অশান্তি না থামায় তবে আমরাও চুপ করে বসে থাকব না৷’’ তৃণমূল নেতার এভাবে পুলিশকে ধমক দেওয়ার ঘটনাকে হাতিয়ার করে আসরে নেমে পড়েছেন বিরোধীরা৷ ভোটে দলের এমন ভরাডুবি হওয়ায় তৃণমূল নেতার মাথার ঠিক নেই বলেও তোপ দেগেছেন অনেকেই৷ যদিও এসবের ঊর্ধ্বে গিয়ে সংঘর্ষের ঘটনায় কে বা কারা জড়িত তা নিয়ে একে-অপরের মধ্যে চলছে কাদা ছোঁড়াছুঁড়ি৷ যার ফলে ভোটপর্ব মিটলেও রাজনৈতিক অশান্তিতে উত্তপ্তই দুর্গাপুর অঞ্চল৷

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ