Advertisement
Advertisement

Breaking News

তিরন্দাজির আন্তর্জাতিক মঞ্চে সোনা রাজ্যের ‘কন্যাশ্রী’ মণিকার

গতবছর নয়াগ্রাম ব্লক থেকে কন্যাশ্রী দিনের অনুষ্ঠানে তাঁর হাতে আন্তর্জাতিক মানের তির-ধনুক তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷

'Kanyashree' Archer Monika Soren won Gold Medal in international Tournament
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 12, 2016 12:24 pm
  • Updated:September 12, 2016 12:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্য স্থির ছিল৷ তিরন্দাজিতে, জীবনেও৷ পাশে এসে দাঁড়িয়েছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী৷ তার হাতে তিনি নিজেই তুলে দিয়েছিলেন তির-ধনুক৷ এরপর আর পিছু ফিরে তাকায়নি মণিকা সোরেন৷ রাজ্যের মুখ উজ্জ্বল করে আন্তর্জাতিক মঞ্চ থেকে দেশের জন্য সোনা জিতল সে৷

পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা মণিকা স্কুলছাত্রী৷ তিরন্দাজিতে সফল হওয়াই ছিল জীবনের লক্ষ্য৷ কিন্তু সে পথে নানা প্রতিবন্ধকতা থেকেই থাকে৷ তবে এ রাজ্যের কন্যারা যাতে জীবনে সাফল্য পায়, তার জন্য উদ্যোগী স্বয়ং মুখ্যমন্ত্রী৷ কন্যাশ্রী প্রকল্প চালু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মেয়েদেরও লড়াইয়ে উৎসাহিত করে চলেছেন তিনি৷ সে প্রকল্প যে স্রেফ বিজ্ঞাপন নয়, মণিকার এই সাফল্যই যেন তার প্রমাণ৷ তার সোনাজয়ের কথা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই৷ গতবছর নয়াগ্রাম ব্লকে কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে তার হাতে আন্তর্জাতিক মানের তির-ধনুক তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ হতাশ করেনি মণিকা৷ এবছর চিনে অনুষ্ঠিত এশিয়া আর্চারি কাপের সেকেন্ড স্টেজ থেকে দেশের জন্য সোনার পদক ছিনিয়ে এনেছে মণিকা৷ সোনার মেয়ের এই সাফল্যের দিনে রাজ্যের কন্যাশ্রীদের নিয়ে তাঁর গর্বের কথাও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী৷

Advertisement

 

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ