Advertisement
Advertisement

Breaking News

Khardah police seizes a mysterious car from Sodepur

বাজেয়াপ্ত টাকা গোনার মেশিন ও নথিপত্র, সোদপুরে পরিত্যক্ত গাড়ি ঘিরে রহস্য

বাঁকুড়ায় রেজিস্ট্রেশন থাকা গাড়িটি কীভাবে সোদপুরে এল, উঠছে প্রশ্ন।

Khardah police seizes a mysterious car from Sodepur । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:May 13, 2023 1:45 pm
  • Updated:May 13, 2023 1:45 pm

অর্ণব দাস, বারাকপুর: রাস্তার পাশ থেকে উদ্ধার রহস্যজনক গাড়ি। তার ভিতরে ছিল টাকা গোনার মেশিন, একাধিক মোবাইল-সহ নানা নথিপত্র। বাঁকুড়ায় রেজিস্ট্রেশন থাকা গাড়িটি কীভাবে সোদপুরে এল, উঠছে সেই প্রশ্ন। পুরো বিষয়টি খতিয়ে দেখছে খড়দহ থানার পুলিশ।

দিনকয়েক ধরে সোদপুরের অমরাবতী মাঠে শুরু হয়েছে ‘পানিহাটি এক্সপো’। ওই মেলার ভিআইপি গেটের সামনে একটি XUV গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। খবর দেওয়া খড়দহ থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। গাড়িটিতে তল্লাশি চালানো হয়েছে। গাড়ির ভিতর থেকে একটি টাকা গোনার মেশিন, ১৬টি মোবাইল, বেশ কয়েকটি প্যানকার্ড বাজেয়াপ্ত করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: উরিতে ফের পাক জঙ্গির অনুপ্রবেশের চেষ্টা! ভেস্তে দিল ভারতীয় সেনা]

সাদা রংয়ের ওই গাড়িটির রেজিস্ট্রেশন বাঁকুড়া আঞ্চলিক পরিবহণ দপ্তরের। মালিক ছিলেন সেলিম মিদ্যা। গাড়িটি প্রায় ১০ বছরের পুরনো। গাড়িটি আদৌ সেলিমেরই কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। কেন বাঁকুড়া থেকে গাড়িটিকে সোদপুরে নিয়ে আসা হল, কে বা কারা গাড়িটিকে নিয়ে আসে, এমনই একাধিক প্রশ্নের ভিড়। খড়দহ থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। 

Advertisement

[আরও পড়ুন: প্রথম দেখাতেই সঙ্গমে রাজি, আপত্তি নেই ওরাল সেক্সেও: প্রিয়াঙ্কা চোপড়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ