সুব্রত বিশ্বাস: লেডিজ স্পেশ্যাল পুরুষদের চড়ার অধিকার দিতে হবে। এমনই দাবিতে লেডিজ স্পেশ্যালকেই অবরোধ করে রাখলেন পুরুষ যাত্রীরা। শুক্রবার সকালে এই অবরোধকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বারাসত স্টেশনে।
[ আরও পড়ুন: ভিনধর্মের প্রেমে বাধা পরিবার, সুইসাইড নোটে কারণ লিখে আত্মঘাতী যুগল]
শুক্রবার সকালে বারাসত স্টেশনে শিয়ালদহগামী লেডিজ স্পেশ্যাল ট্রেনে ওঠে পড়েন পুরুষ যাত্রীরা। কিন্তু, ওই ট্রেনে পুরুষদের ওঠা নিষিদ্ধ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে ওই পুরুষ যাত্রীদের ট্রেন থেকে নেমে যেতে বলেন কর্তব্যরত মহিলা আরপিএফ কর্মীরা। কিন্তু দলে ভারী হওয়ার মহিলা আরপিএফ কর্মীদের আবেদনে কর্ণপাত করেননি তাঁরা। এরপরই আরপিএফ ও জিআরপি-র বিশাল বাহিনী গিয়ে লেডিজ স্পেশ্যাল ট্রেন থেকে পুরুষ যাত্রীদের নামিয়ে দেয়। আর তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জনা পঞ্চাশেক পুরুষযাত্রী শিয়ালদহগামী লেডিজ স্পেশ্যাল ট্রেনের সামনে লাইনে বসে পড়েন। বেশ কিছুক্ষণ চলে অবরোধ। পুরুষ যাত্রীদের দাবি, সকালে দিকে যখন লোকাল ট্রেনগুলি কার্যত বাদুড়ঝোলা হয়ে যাতায়াত করতে হয় তাঁদের, তখন লেডিজ স্পেশ্যাল ট্রেনগুলি ফাঁকাই চলে যায়। তাই ওই ট্রেনগুলিতে পুরুষ যাত্রীদেরও চড়ার অধিকার দিতে হবে। যদিও যাত্রীদের দাবিকে আমল দিতে নারাজ রেল কর্তৃপক্ষ।
[ আরও পড়ুন: ভোট মিটলেই উচ্ছেদ! আশঙ্কায় গণতন্ত্রের উৎসবে নিরুৎসাহী ডুয়ার্সের বনবসতি]