Advertisement
Advertisement

রাজ্যে প্রথম লক্ষ্মীপুজো কার্নিভালে মাতল হাওড়ার খালনা

সচেতনতা বাড়াতে শোভাযাত্রায় তুলে ধরা হল রাজ্য সরকারের একাধিক প্রকল্প৷

Lakshmi Puja carnival is organized by Howrah
Published by: Kumaresh Halder
  • Posted:October 28, 2018 6:09 pm
  • Updated:October 28, 2018 6:09 pm

সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: রাজ্য সরকারের উদ্যোগে দুর্গাপুজো কার্নিভালের মতো এবার লক্ষ্মীপুজো কার্নিভালের আয়োজন করা হল খালনায়৷ লক্ষ্মী বিসর্জন উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় উঠে এল বৈচিত্র্যের মধ্যে ঐক্য৷ আমতা-২ পঞ্চায়েত সমিতির উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত দুর্গাপুজো কার্নিভালের অনুকরণে এই শোভাযাত্রার আয়োজন করা হয়৷

[সেঞ্চুরি হাঁকিয়ে ধৃত কুখ্যাত চোর ‘রাক্ষস’]

জয়পুর থানার খালনা সর্বজনীন লক্ষ্মী বিসর্জনের বিশেষ শোভাযাত্রায় বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা হয়। একদিকে ছিল সর্বধর্ম সমন্বয়, আবার অন্যদিকে বাংলার লোকশিল্পের সমাহার। সেভাবেই একদিকে সমাজ সচেতনতা, অন্যদিকে রাজ্য সরকারের বিভিন্ন সফল প্রকল্পের নিদর্শন তুলে ধরা হল এই মিনি কার্নিভালে। এই কার্নিভালে অংশগ্রহণকারী পুজো কমিটিগুলি ডিজে ব্যবহার করেনি। বিগত দিনের কান ফাটানো শব্দের সংস্কৃতি বর্জন করে মিতালি সংঘ তুলে ধরল কন্যাশ্রী, সবুজসাথী, রূপশ্রী, সেফ ড্রাইভ সেভ লাইভের মতো জনপ্রিয় প্রকল্পগুলি৷ তেমনি রাজবংশীপাড়া সর্বজনীন লক্ষ্মীপুজো কমিটি উপস্থাপন করে, ‘ধর্ম আমার, ধর্ম তোমার, উৎসব সবার।’

Advertisement

[সাত বোনকে কালীরূপে পুজো করেন এই গ্রামের বাসিন্দারা]

Advertisement

আমতা -২ পঞ্চায়েত সমিতির উদ্যোগে ও জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় কাটোয়ার ঘোড়ানাচ, হাওড়ার কালিকাপাতাড়ি, জঙ্গলমহলের আদিবাসী নৃত্য, উত্তর ২৪ পরগনার মহিলা ঢাকিদল, বাংলার চিরাচরিত ঢাক, রণপা দল তাঁদের পারদর্শিতা দেখান৷ প্রকৃতপক্ষে এই শোভাযাত্রা এক নতুন সংস্কৃতির উন্মেষ ঘটাল বলে উদ্যোক্তাদের।

[বাইক রেসিং করতে গিয়ে দুর্ঘটনা, ৬ নম্বর জাতীয় সড়কে মৃত্যু যুবকের]

জয়পুর থানার খালনা গ্রামের লক্ষ্মীপুজোই এই এলাকার সব থেকে বড় উৎসব। এই উৎসবে কয়েক লক্ষ মানুষের সমাগম হয় খালনায়৷ আমতা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল বলেন, তিনি পুজো কমিটিগুলির কাছে রাজ্য সরকারের দুর্গা কার্নিভালের অনুকরণে বিসর্জন শোভাযাত্রা করার আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনে সাড়া দিয়ে বেশ কিছু লক্ষ্মীপুজো কমিটি এগিয়ে আসেন। প্রায় দুই কিলোমিটার এই শোভাযাত্রার পথে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। শোভাযাত্রার পুরোভাগে ছিলেন বিধায়ক ডাঃ নির্মল মাজি, আমতা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল, অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়, খালনা গ্রাম পঞ্চায়েতের প্রধান টুনু মণ্ডল প্রমুখ।

[লক্ষ্মীপুজো মিটতেই ফের দুষ্কৃতীদের স্বর্গরাজ্য বেনাগ্রাম, পাকড়াও ৪]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ