Advertisement
Advertisement
Sandeshkhali

তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াতেই বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার? ক্ষোভে ফুঁসছেন সন্দেশখালির মহিলারা

এবিষয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Lakshmir Bhandar scheme allegedly stopped after protest in Sandeshkhali
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 7, 2024 4:54 pm
  • Updated:April 7, 2024 4:54 pm

গোবিন্দ রায়, বসিরহাট: তৃণমূল নেতার বিরুদ্ধে সুর চড়ানোর ‘শাস্তি’। বন্ধ লক্ষ্মী ভাণ্ডারের টাকা। এমনই অভিযোগে সরব সন্দেশখালির (Sandeshkhali) একাধিক মহিলা। এদিন ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। যদিও এবিষয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

বছরের শুরু থেকে সংবাদ শিরোনামে সন্দেশখালি। ওই এলাকার বেতাজ বাদশা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি, ইডির উপর হামলাকে কেন্দ্র করে চর্চায় উঠে এসেছিল ওই দ্বীপ অঞ্চল। পরবর্তীতে শেখ শাহজাহান ও তাঁর শাগরেদদের বিরোধিতায় পথে নামেন এলাকার মহিলারা। মহিলাদের ক্ষোভের আগুনে কার্যত জ্বলে ওঠে এলাকা। জল গড়ায় আদালত পর্যন্ত। এসবের মাঝেই লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) ভাতা বৃদ্ধি করেছেন মুখমন্ত্রী। সকলের জন্য ৫০০ থেকে বাড়িয়ে মাসিক ভাতা করা হয়েছে ১০০০ টাকা। তফশিলি জাতি-উপজাতির ক্ষেত্রে হাজার থেকে বেড়ে হয়েছে ১২০০ টাকা।

Advertisement

[আরও পড়ুন: দীর্ঘদিনের সাথীই ঘাতক! খাবার খাওয়াতেই মাহুতকে পিষে মারল ইসকনের ‘লক্ষ্মীপ্রিয়া’]

ইতিমধ্যেই বর্ধিত টাকা পেয়ে গিয়েছে মহিলারা। সন্দেশখালির একাংশের মহিলা সেই টাকা পেয়ে আনন্দ উদযাপনে মেতেছেন। কিন্তু সন্দেশখালিরই একাংশের মহিলারা টাকা পাননি বলেই অভিযোগ। তাঁদের অভিযোগ, সন্দেশখালিতে বিক্ষোভ দেখানোর কারণেই লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না তাঁদের। গত দুমাস ধরে তাঁরা টাকা পাচ্ছেন না বলেই দাবি। যার জেরে ক্ষোভে ফেটে পড়েছেন তাঁরা। মহিলাদের কথায়, “মুখ্যমন্ত্রী এই টাকা তো নিজের থেকে দিচ্ছেন না। এই টাকা সরকারের। সবার পাওয়া উচিত, কিন্তু যেহেতু আমরা তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছি তাই আমাদের লক্ষীর ভাণ্ডারের টাকা দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়।”

Advertisement

[আরও পড়ুন: ‘দুঃখেও লিপস্টিক পরি’, ভোটপ্রচারের মাঝেও রূপচর্চা সুজাতার, দিলেন বিউটি টিপস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ