Advertisement
Advertisement

Breaking News

Birbhum

অবৈধ বালি পাচার রুখতে গিয়ে আক্রান্ত ভূমি দপ্তরের আধিকারিকরা, হামলা পুলিশের গাড়িতেও

বীরভূমের ময়ূরেশ্বরের ঘটনায় আটক তিনজন।

Land Department officers were attacked to stop sand smuggling | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:December 20, 2022 10:36 am
  • Updated:December 20, 2022 10:44 am

নন্দন দত্ত, ময়ূরেশ্বর: তদন্তকারী দলের উপর দুষ্কৃতী হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের ময়ূরেশ্বর (Mayureswar)। ঘটনাটি ঘটেথে সোমবার রাতে, সাঁইথিয়া-বহরমপুর রাজ্য সড়কের উপর। ওই পথে পণ্যবাহী গাড়িগুলির উপর নজরদারি চলছিল। বালি-পাথরের গাড়িতে সঠিক চালান দিয়ে সঠিক পরিমাণ সামগ্রী বহন করা হচ্ছে কিনা, তার তদন্ত চালাচ্ছিল জেলা প্রশাসনের একটি ভিজিল্যান্স দল (Vigilance team)। সেখানেই একদল দুষ্কৃতীর হাতে আক্রান্ত হন ভূমি দপ্তরের বেশ কয়েকজন। ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

Advertisement

চালান ছাড়া বালি-পাথরের (Sand and Stones) গাড়ি রাতের অন্ধকারে পারাপার করছে। গোপন সূত্রে এই খবর পেয়ে জেলাশাসক বিধান রায় রাস্তায় দাঁড়িয়ে তাই গাড়িতে চালান ও ওভারলোড পরীক্ষার জন্য নির্দিষ্ট দল তৈরি করে দেন। দুবরাজপুর (Dubrajpur) ব্লক ভূমি আধিকারিক উত্তীয় চন্দ্র-সহ বেশ কয়েকজন ভূমি দপ্তরের কর্মী, রাজস্ব বিভাগের আধিকারিকরা সোমবার রাতে সাঁইথিয়া-বহরমপুর রাজ্য সড়কে অভিযান চালাচ্ছিলেন। সেসময়ই ঘটে হামলার ঘটনা।

Advertisement

[আরও পড়ুন: উপত্যকায় ফের নিরাপত্তা বাহিনীর সাফল্য, ৩ লস্কর জঙ্গিকে নিকেশ করল কাশ্মীর পুলিশ]

অভিযোগ, রাত ১০ টা নাগাদ একটি পেট্রল পাম্পের কাছে অমুয়া গ্রামের মুজতবা হোসেনের একটি বালি ভরতি ডাম্পার বিনা চালানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু তাকে ওই পেট্রল পাম্পের সামনে আটক করেন আধিকারিকেরা। তা নিয়ে চালকের সঙ্গে বচসা হয়। ডাম্পারটিকে পাম্পের মধ্যে নিয়ে গিয়ে রাখে ভিজিল্যান্স দল। অভিযোগ, তখনই জনা ২০ লোক লাঠি, লোহার রড নিয়ে আক্রমণ চালায়। তাঁদের আক্রমণে এক ব্লক ভূমি আধিকারিক-সহ (BLRO) ভূমি দপ্তরের বেশ কয়েকজন জখম হন। ভাঙচুর চালানো হয় সরকারি গাড়িটিতেও। রাত্রে ময়ূরেশ্বর থানার পুলিশ অভিযুক্ত বালি ভরতি ডাম্পারটি বাজেয়াপ্ত করেছে। আটক করা হয়েছে তিন জনকে। প্রশাসনের পক্ষ থেকে আজ লিখিতভাবে অভিযোগ জানান হবে।

[আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার মিলবে মাত্র ৫০০ টাকায়! বড় ঘোষণা রাজস্থানের মুখ্যমন্ত্রীর]

উল্লেখ্য বেশ কিছুদিন আগেই ওই পথে অভিযানে নামেন অতিরিক্ত জেলাশাসক (Additional DM) তথা জেলা ভূমি আধিকারিক অসীম পাল-সহ আধিকারিকরা। রাস্তায় তাঁদের ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। সে যাত্রায় তিনি প্রাণে বাঁচেন। কিন্তু বেশ কিছু এলাকায় এভাবেই রাত জেগে গাড়ি পাচারের চক্র গড়ে উঠেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ