Advertisement
Advertisement
হালিশহর

এবার আইনি ফাঁদে হালিশহর পুরসভা, চেয়ারম্যানের বিরুদ্ধে হাই কোর্টে বিক্ষুব্ধ কাউন্সিলররা

নিয়ম মতো আস্থা ভোটের নোটিস দেননি চেয়ারম্যান অংশুমান রায়, অভিযোগ বিক্ষুব্ধ কাউন্সিলরদের৷

Legal battle starts over no confidence motion over Halishohor Municipality
Published by: Tanujit Das
  • Posted:July 19, 2019 12:26 pm
  • Updated:July 19, 2019 12:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বনগাঁ, বিধাননগরের পর এবার হালিশহর৷ রাজ্যের আরও এক পুরসভার আস্থা ভোটকে কেন্দ্র করে বাড়ল আইনি জটিলতা৷ নিয়ম মতো আস্থা ভোটের নোটিস দেননি চেয়ারম্যান অংশুমান রায়, এই অভিযোগে শুক্রবারই হাই কোর্টের দ্বারস্থ হন কয়েকজন বিরোধী কাউন্সিলর৷ আদালত সূত্রে খবর, বিক্ষুব্ধ কাউন্সিলরদের বক্তব্য শুনে ক্ষুব্ধ হন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়৷ মামলাটি গ্রহণ করেন তিনি৷ কাউন্সিলরদের পিটিশন দাখিল করার নির্দেশ দেন৷

[ আরও পড়ুন: নেপথ্যে পরকীয়া, চপ-মুড়ির সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে খুন মহিলার ]

Advertisement

জানা গিয়েছে, সম্প্রতি হালিশহর পুরসভার চেয়ারম্যান অংশুমান রায়ের বিরুদ্ধে অনাস্থা এনেছেন আটজন কাউন্সিলর৷ যাঁদের মধ্যে কয়েকজন বিজেপির ও কয়েকজন শাসকদলের কাউন্সিলর রয়েছেন৷ সেই দাবি মতোই শুক্রবার আস্থা ভোটের ডাক দিয়েছেন চেয়ারম্যান৷ কিন্তু বিরোধীদের অভিযোগ, আস্থা ভোটের যে নোটিস জারি করা হয়েছে, তা ত্রুটিপূর্ণ৷ হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই নোটিস কাউন্সিলরদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে৷ এর কারণ একটাই, যাতে আগামী ছ’মাসের মধ্যে কেউ অংশুমান রায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব না আনতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করা৷ কারণ, পুর আইন অনুযায়ী একবার আস্থা ভোটের বৈঠক হয়ে গেলে, আগামী ছ’মাসের মধ্যে আর অনাস্থা প্রস্তাব পেশ করা যায় না৷ সেজন্যই যেনতেন প্রকারেণ আস্থা ভোটের বৈঠক ডেকেছেন চেয়ারম্যান৷ কোনওভাবে একবার বৈঠক করতে পারলেই, আগামী ছ’মাসের জন্য বর্তমান পুরবোর্ড নিরাপদ হয়ে যাবে, সেজন্যই তাঁর এই চক্রান্ত বলে বিক্ষুব্ধ কাউন্সিলরদের অভিযোগ৷ এবং এই অভিযোগেই শুক্রবার হাই কোর্টে গিয়েছেন তাঁরা৷

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের শাসকদলের শোচনীয় ফলাফলের পর একের পর এক পুরসভা হাতছাড়া হতে থাকে শাসকদলের৷ বিশেষ করে বারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিংয়ের জয় তৃণমূলকে বেকায়দায় ফেলে দেয়৷ বারাকপুর লাগোয়া একাধিক পুরসভায় ব্যাকফুটে চলে যায় তৃণমূল৷ তৃণমূলের হাতে থাকা ভাটপাড়া, হালিশহর, কাঁচড়াপাড়া ও গাড়ুলিয়া-সহ একাধিক পুরসভায় ভাঙন ধরায় বিজেপি৷ ওই সময়ই ২৩ আসনের হালিশহর পুরসভারও ১৮ জন তৃণমূল কাউন্সিলর চলে যায় পদ্মশিবিরে৷ ওই পুরসভাও শাসকের হাত থেকে কেড়ে নেয় বিজেপি৷ তবে চলতি মাসেই চিত্রনাট্যে পরিবর্তন ঘটে৷ পুনরায় শাসকদলে ফেরেন হালিশহর পুরসভার চেয়ারম্যান অংশুমান রায়-সহ ৮ কাউন্সিলর৷ তবে এরপরই অংশুমান রায়ের বিরুদ্ধে অনাস্থা আনে আট কাউন্সিলর৷ যে প্রস্তাবের পক্ষে আজই আস্থা ভোটের কথা রয়েছে হালিশহরে৷ তৃণমূল-বিজেপি উভয়পক্ষেরই দাবি তাঁদের দখলে রয়েছে পুরবোর্ড৷ তৃণমূলের দাবি, তাঁদের পক্ষে রয়েছে ১৮ জন কাউন্সিলরের সমর্থন৷ অন্যদিকে বিজেপির দাবি, তাঁদের পক্ষে রয়েছে ১২ জন কাউন্সিলরের সমর্থন৷ এদিন দুপুর ৩টের সময় রয়েছে আস্থা ভোট৷

[ আরও পড়ুন: বেপাত্তা বিজেপিতে যোগ দেওয়া ৪ কাউন্সিলর, নৈহাটি পুরসভা পুনর্দখলের পথে তৃণমূল? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement