Advertisement
Advertisement

মাদারিহাটে দুধের শিশুর উপর হামলাকারী চিতাবাঘ শেষমেশ খাঁচাবন্দি

বাঘ ধরা পড়ায় স্বস্তি পেলেন স্থানীয়রা৷

Leopard captured in Madarihat
Published by: Sayani Sen
  • Posted:December 16, 2018 12:40 pm
  • Updated:December 16, 2018 12:40 pm

রাজকুমার, আলিপুরদুয়ার: মাদারিহাটে খাঁচাবন্দি চিতাবাঘ৷ দিনকয়েক আগে একটি দুধের শিশুর উপর ওই চিতাবাঘটি হামলা চালায়৷ সাধারণত মানবশিশুকে আক্রমণ করে না চিতাবাঘ, তা সত্ত্বেও এই হামলার ঘটনায় রীতিমতো আতঙ্কের আবহ তৈরি হয়৷ চিতাবাঘের চরিত্র নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন বন আধিকারিকরাও৷ আলিপুরদুয়ারের ধুমচিপাড়া চা বাগানে খাঁচা পেতে চিতাবাঘটিকে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়৷ সেই অনুযায়ী চারটি খাঁচাও পাতা হয়৷ রবিবার ভোরে ওই খাঁচাতেই ধরা দেয় চিতাবাঘটি৷ এলাকার ত্রাস খাঁচাবন্দি হওয়ায় স্বস্তিতে স্থানীয়রা৷

[দুধের শিশুকে খুবলে খেল চিতাবাঘ, তাজ্জব বনদপ্তরের আধিকারিকরা]

অক্টোবরে একটি শিশুর উপর হামলা চালায় চিতাবাঘ৷ জখম হলেও, প্রাণে বেঁচে যায় শিশুটি৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতে বুধবার বিকেলে আবারও মানবশিশুকে খুবলে খেল চিতাবাঘ। ওইদিন বিকেলে আলিপুরদুয়ারের বীরপাড়ার মাদারিহাট ব্লকের ধুমচিপাড়া চা-বাগানের ১২ নম্বর লাইনে খেলছিল ইদেন নায়েক নামে বছর পাঁচেকের শিশুটি। আচমকা চা-বাগানের ভিতর থেকে একটি চিতাবাঘ এসে তাকে ধরে ফেলে। গলায় কামড়ে শিশুটিকে চা-বাগানের ভিতরে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা চিতাবাঘটিকে তাড়া করলেও সহজে শিশুটিকে ছাড়েনি সে। প্রায় ৫ মিনিট পর শিশুর দেহ ছেড়ে পালিয়ে যায় বাঘ। স্থানীয়রা শিশুটিকে মাদারিহাট হাসপাতালে নিয়ে যায়৷ তবে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

Advertisement

এই ঘটনার পরই টনক নড়ে বনদপ্তরের৷ চিতাবাঘ সাধারণত ছাগল বা ছোট প্রাণীকে আক্রমণ করে। কিন্তু আচমকাই মানবশিশুর উপর একের পর এক চিতাবাঘের হামলায় তাজ্জব হয়ে যান বনদপ্তরের আধিকারিকরা৷ চিতাবাঘটির চরিত্র আদতে কেমন, তা নিয়ে গবেষণার প্রয়োজন বলেই জানান তাঁরা৷ তাই চিতাবাঘটিকে ধরতে বৃহস্পতিবার মাদারিহাটের ধুমচিপাড়া চা বাগানে চারটি খাঁচা পাতা হয়৷ রবিবার ভোরে ওই খাঁচাতেই ধরা পড়ে পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘটি৷ মাদারিহাট রেঞ্জার খগেশ্বর কার্জী বলেন,‘‘চিতাবাঘটির চিকিৎসা করা হবে৷ এরপর দক্ষিণ খয়েরবাড়িতে নিয়ে যাওয়া হবে তাকে৷’’

Advertisement

[দুধের শিশুকে আক্রমণ কেন? চিতাবাঘের আচরণে চিন্তিত বনদপ্তর]

LEOPARD

চিতাবাঘটি কেন দুধের শিশুকে আক্রমণ করল, সে বিষয়ে এখনও ধন্দে বনদপ্তর৷ রেডিও কলার পরিয়ে ওই চিতাবাঘের গতিবিধির উপর নজরদারি চালাতে চান বিশেষজ্ঞরা৷ তবে এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ