Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha 2024

লোকসভা নির্বাচনে ৪২ আসনে তৃণমূলের প্রার্থী কারা, দেখে নিন তালিকা

লোকসভা ভোটের আগে বড় চমক। এই প্রথমবার ব্রিগেডে জনসভা থেকে প্রার্থীতালিকা ঘোষণা তৃণমূলের। রবিবাসরীয় ব্রিগেডে প্রার্থী তালিকায় বড় চমক।

Lok Sabha 2024: TMC announces candidate list for 42 Lok Sabha seats

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:March 10, 2024 2:23 pm
  • Updated:March 31, 2024 7:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের আগে বড় চমক। এই প্রথমবার ব্রিগেডে জনসভা থেকে প্রার্থীতালিকা ঘোষণা তৃণমূলের। রবিবাসরীয় ব্রিগেডে প্রার্থী তালিকায় বড় চমক। দেখে নিন ৪২টি আসনে তৃণমূলের প্রার্থী কারা।

দার্জিলিং:  গোপাল লামা
আলিপুরদুয়ার:  প্রকাশ চিক বরাইক
কোচবিহার:  জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া
জলপাইগুড়ি:  নির্মলচন্দ্র রায়
বালুরঘাট: বিপ্লব মিত্র
রায়গঞ্জ:  কৃষ্ণ কল্যাণী 
মালদহ উত্তর:  প্রসূন বন্দ্যোপাধ্যায়
মালদহ দক্ষিণ:  শানওয়াজ আলি রহমান
মুর্শিদাবাদ:  আবু তাহের খান
জঙ্গিপুর:  খলিলুর রহমান
বহরমপুর: ইউসুফ পাঠান
কৃষ্ণনগর:  মহুয়া মৈত্র
রানাঘাট:  মুকুটমণি অধিকারী
বনগাঁ: বিশ্বজিৎ দাস
বসিরহাট:  হাজি নুরুল ইসলাম
বারাসত:  ডঃ কাকলী ঘোষ দস্তিদার
বারাকপুর:  পার্থ ভৌমিক

Advertisement

[আরও পড়ুন: পাকিস্তানের নয়া প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, নওয়াজের দলকে সমর্থনের ‘পুরস্কার’?]

দমদম:  সৌগত রায়
হাওড়া:  প্রসূন বন্দ্যোপাধ্যায়
উলুবেড়িয়া:  সাজদা আহমেদ
হুগলি:  রচনা বন্দ্যোপাধ্যায়
আরামবাগ: মিতালী বাগ
শ্রীরামপুর:  কল্যাণ বন্দ্যোপাধ্যায়
কলকাতা উত্তর:  সুদীপ বন্দ্যোপাধ্যায়
কলকাতা দক্ষিণ:  মালা রায়
যাদবপুর:  সায়নী ঘোষ
ডায়মন্ড হারবার:  অভিষেক বন্দ্যোপাধ্যায়
জয়নগর:  প্রতিমা মণ্ডল
মথুরাপুর: বাপি হালদার
তমলুক:  দেবাংশু ভট্টাচার্য
কাঁথি:  উত্তম বারিক
মেদিনীপুর:  জুন মালিয়া
ঘাটাল: দেব 
বীরভূম: শতাব্দী রায়
বোলপুর: অসিত মাল
বাঁকুড়া:  অরূপ চক্রবর্তী
বিষ্ণুপুর: সুজাতা খাঁ
পুরুলিয়া: শান্তিরাম মাহাতো
ঝাড়গ্রাম: কালীপদ সোরেন
বর্ধমান পূর্ব: ডঃ শর্মিলা সরকার
বর্ধমান দুর্গাপুর:  কীর্তি আজাদ
আসানসোল: শত্রুঘ্ন সিনহা

Advertisement

[আরও পড়ুন: দিল্লির এক ফোনে ডিগবাজি! রণেভঙ্গ দিয়ে প্রধানমন্ত্রীর শিলিগুড়ির সভায় হাজির বার্লা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ