২২ জ্যৈষ্ঠ  ১৪৩০  মঙ্গলবার ৬ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

‘উনি রাক্ষস, বাংলাকে গিলতে এসেছেন’, নাম না করে অমিত শাহকে নজিরবিহীন আক্রমণ মমতার

Published by: Sucheta Sengupta |    Posted: March 26, 2021 2:22 pm|    Updated: March 26, 2021 6:20 pm

Mamata Banerjee attacks Amit Shah with strong laguage from Chandrokona, West Midnapore |Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুযুধান রাজনৈতিক প্রতিপক্ষের বাকযুদ্ধে বাড়ছে বঙ্গ ভোটের উত্তাপ। এবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে নজিরবিহীন আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার (Chandrokona)নির্বাচনী সভা থেকে অমিত শাহর নাম না উদ্দেশে মমতার কড়া মন্তব্য, ”দিল্লির এক হোঁদল কুতকুত মন্ত্রী আছে, বলছে, বাংলাকে দেখে নেবে। কী দেখবে? রাক্ষস নাকি যে বাংলাকে গিলে খাবে? মমতাকে গিলে খাবে? জেনে রাখো, আমাকে গিলে খেলে আমি পেট ফুঁড়ে বেরিয়ে আসব।” প্রসঙ্গত, এর আগেও অমিত শাহর (Amit Shah) নাম না করে তাঁকে ‘হোঁদল কুতকুতে’ বলে কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার থেকে রাজ্যে শুরু হয়ে যাচ্ছে ভোটযুদ্ধ। জঙ্গলমহলের চার জেলায় ভোট ওইদিন। এরপর ১ এপ্রিল পশ্চিম মেদিনীপুর-সহ আরও বেশ কয়েকটি আসনে হবে ভোট। চলছে শেষমুহূর্তের প্রস্তুতি। প্রচারে একে অপরের বিরুদ্ধে আরও বেশি করে শান দিচ্ছে। বিশেষত বিজেপি এবং তৃণমূলের বাকযুদ্ধে প্রতি মুহূর্তে তাপ বাড়ছে বঙ্গ রাজনৈতিক মহলে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পায়ে চোট নিয়ে প্রতিদিন একাধিক জনসভা করছেন। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে বিজেপির বিরুদ্ধে তিনি আরও সুর চড়ালেন। বললেন, ”দিল্লিকে বলছি, বেশি বাঁদরামি না করে বাংলার যা বকেয়া আছে, তা মিটিয়ে দিন। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বহুবার বলছি। ওটা করে না দিলে আমি দরকারে নরেন্দ্র মোদির অফিসের সামনে ধরনা দেব।”

[আরও পড়ুন: ‘কেউ যেন হেঁটে ফিরে যেতে না পারে’, তৃণমূলী ‘গুন্ডাদের’ পালটা দেওয়ার নিদান দিলীপের]

এদিন দাসপুর, চন্দ্রকোনার পর ডেবরার সভা থেকেও তৃণমূল সুপ্রিমো একইভাবে বিজেপির বিরুদ্ধে অভিযোগ শানান। মেদিনীপুরের মাটিতে তৃণমূল ও বিজেপি প্রায় সমানে সমানে টক্কর। উনিশের লোকসভার ফলাফলের নিরিখে বিজেপি খানিকটা এগিয়েই। তবে বিধানসভা ভোটের হিসেব অন্য়। এখানে সরাসরি কাজের ভিত্তিতেই জনমত দেবেন বাসিন্দারা। গত ১০ বছরের তৃণমূল সরকারের উন্নয়নের নিরিখে কতটা এগিয়ে মেদিনীপুর, তা বোঝাতেই ব্যস্ত দলীয় নেতৃত্ব। এখন জনরায় কোন দিকে যাবে, তা বোঝা যাবে আগামী ২ মে।

[আরও পড়ুন: ‘খাবারে বিষ মিশিয়ে দিতে পারে’, ভিনরাজ্যের পুলিশ নিয়ে আশঙ্কা প্রকাশ মমতার]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে