Advertisement
Advertisement

Breaking News

সিঙ্গুরে ভাল কাজের জন্য কর্মীদের বিদেশ ভ্রমণের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

দাবিহীন ৭১ একর নিয়ে অন্য ভাবনা৷

Mamata Banerjee to arrange foreign trip for the workers of Singur
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 10, 2016 9:29 am
  • Updated:June 22, 2022 3:53 pm

কিংশুক প্রামাণিক, সিঙ্গুর: কৃষকদের জমি ফিরিয়ে দিয়ে দাবিহীন বাকি ৭১ একরে সিঙ্গুরের মানুষের জন্য নতুন করে কিছু করতে চায় রাজ্য সরকার৷ তবে তা হবে সম্পূর্ণ তাঁদের ইচ্ছাকে মর্যাদা দিয়েই৷ বুধবার সিঙ্গুরে দাঁড়িয়ে এই তাৎপর্যপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

তিনি জানান, ৯৯৭ একর জমির মধ্যে ৮৪৩ একর জমির জরিপের কাজ শেষ৷ সুপ্রিম কোর্টের রায় মেনে নির্ধারিত সময়ের আগেই জমি চাষযোগ্য করে তোলা হয়েছে৷ এ সবই সিডি করে আদালতে জমা দেবে রাজ্য৷ কিন্তু এরমধ্যে ৭১ একর জমির মালিকদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি৷ চেক যাঁরা তুলে নিয়ে গিয়েছিলেন তাঁরা কেউ জমির পরচা নিতে আসেননি৷ বোঝা যাচ্ছে, সব ঠিকঠাক হয়নি৷ আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত সময়, তার মধ্যে আবেদন করতে হবে৷ কিন্তু এরপর আইন অনুয়ায়ী ওই জমি রাজ্য সরকারের ভূমি দফতরের হাতে চলে যাবে৷

Advertisement

বস্তুত, মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় নতুন করে আগ্রহ তৈরি হল সিঙ্গুরে৷ কৃষিকে রক্ষা করার পর ওই ৭১ একরে শিল্পায়ন নাকি অন্য কিছু, তা অবশ্য স্থির করার সময় হয়নি৷ কারণ, গোটা বিষয়টি এখনও আদালতের বিচারাধীন৷ সেই পর্ব মেটার পর রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে সবার সঙ্গে কথা বলে৷

Advertisement

বুধবার জগদ্ধাত্রী পুজো উপলক্ষে চন্দননগরে গিয়েছিলেন মমতা৷ সেই ফাঁকে ঘুরে গেলেন সিঙ্গুরও৷ আদালতের রায়ের পর আগেও দু’দফা এসেছিলেন৷ গত মাসে চাষের কাজও শুরু করান৷ এদিন শেষ পর্বের কাজ পরিদর্শন করেন৷ গোটা বিষয়টির দায়িত্ব মূলত শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাতে দিয়েছিলেন মমতা৷ তাঁর ও রাজ্য সরকারের টিমের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী৷ ঘোষণা করেন, জমি চাষযোগ্য করার জন্য সিঙ্গুরে যাঁরা যাঁরা কাজ করেছেন, অফিসার থেকে কর্মী, সবাইকে সিঙ্গাপুর, হংকং, ব্যাংককের মতো বিদেশে যাওয়ার জন্য বাড়তি একটি এলটিসি দেবে রাজ্য৷ দরিদ্র কনস্টেবল ও সিভিক পু্লিশকে দশ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে৷ এছাড়া যে শহিদ মিনারটি তৈরি হবে সেখানে একটি পুস্তিকা থাকবে৷ আন্দোলনের নেতৃত্ব ছাড়াও চাষযোগ্য করার কাজ যাঁরা করলেন তাঁদের সবার নাম সেই পুস্তিকায় লেখা থাকবে৷ মুখ্যমন্ত্রী জানান, মনুমেন্ট দেখতে যাঁরা আসবেন তাঁরা স্টল থেকে পুস্তিকা, সিঙ্গুর আন্দোলন সম্পর্কিত বই, ছবি, অডিও, ভিডিও সিডি কিনতে পারবেন৷ মমতা সবাইকে ধন্যবাদ জানিয়ে আরও বলেন, এই জমি চাষযোগ্য করতে পুজোর ছুটির সময়ও যাঁরা কাজ করেছিলেন, তাঁদের বাড়তি ছুটি দিয়ে দেওয়া হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ