Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

ভোটের আগে সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ, ফেব্রুয়ারিতে ফের উত্তরবঙ্গ সফরে মমতা

দলীয় সূত্রে খবর, তাঁর এবারের সফর পুরোটাই রাজনৈতিক।

Mamata Banerjee will visit Nortth Bengal on February 1 for four days |SangbadPratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:January 27, 2021 8:51 pm
  • Updated:January 27, 2021 8:54 pm

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: এক মন্ত্রীর বিরুদ্ধে আরেক মন্ত্রীর অভিযোগ, সংগঠনের মধ্যে হাজারও বিরোধের খবর। আসন্ন বিধানসভা ভোটে এসব যে বেশ নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তা বেশ টের পেয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তাই ভোটের আগে ফাঁকফোকর মেরামত করে উত্তরবঙ্গের সংগঠন ফের শক্তপোক্ত করতে সেখানে চারদিনের সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নতুন বছরে এটাই তাঁর প্রথম উত্তরবঙ্গ (North Bengal) সফর।দলীয় সূত্রে খবর, তিনি ১ ফেব্রুয়ারি শিলিগুড়ি যাচ্ছেন। দুই জেলায় সফর সেরে মুখ্যমন্ত্রীর ফেরার কথা ৪ তারিখ।

সূত্রের খবর, আগামী ১ ফেব্রুয়ারি শিলিগুড়ি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের সফর পুরোটাই রাজনৈতিক, প্রশাসনিক নয়। জানা গিয়েছে, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ২ টি করে জনসভা করবেন তিনি। তৃণমূল সুপ্রিমোর এবারের উত্তরবঙ্গ সফরের সম্ভাব্য সূচি –

Advertisement
  • ২ ফেব্রুয়ারি – ফালাকাটায় সভা
  • ৩ ফেব্রুয়ারি – আলিপুরদুয়ারে সভা

এর আগে ডিসেম্বরের ঠিক মাঝামাঝি সময়ে তিনদিনের সফরে উত্তরবঙ্গে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে জলপাইগুড়ি, কোচবিহারে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জনসভাও করেছিলেন। তাঁর সফরের মাঝেই উত্তরবঙ্গের পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ বদল ঘটানো হয়েছিল। তবে এবারের সফরে ফালাকাটা ও আলিপুরদুয়ারে জোড়া জনসভা করতে পারেন তৃণমূল সুপ্রিমো। তবে কবে কোথায় জনসভা, সেই চূড়ান্ত সূচি এখনও স্থির হয়নি।

Advertisement

[আরও পড়ুন: রাজ্যে করোনা জয়ী ৯৭ শতাংশেরও বেশি, কমল দৈনিক সংক্রমণও]

দিন কয়েক আগেই উত্তরবঙ্গে রাস্তা তৈরি নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও পর্যটন মন্ত্রী গৌতম দেবের বিরোধ সামনে এসেছিল। প্রথম জনের বিরুদ্ধে কাজে বাধাদানের অভিযোগে সরব হন দ্বিতীয় জন। বিষয়টি প্রকাশ্যে আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গৌতম দেবকে ফোন করে সবটা বিস্তারিত জানতে চান। বেশ কিছুক্ষণ ধরে উভয়ের কথাবার্তা হয়। তারপরপরই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে প্রকাশ্যে জানান গৌতম দেব। তবে গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব যে পুরোপুরি মেটেনি, তা বুঝতেই পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের সফরে সেসব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিতে পারেন বলে খবর।

[আরও পড়ুন: গরু পাচার কাণ্ডে বিনয় মিশ্রের ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে CBI হানা, দীর্ঘক্ষণ চলল তল্লাশি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ