Advertisement
Advertisement

Breaking News

Chinsurah

কেন দেরি হচ্ছে? নববর্ষের সকালে এটিএমে গ্রাহকের হাত কামড়ে রক্তারক্তি কাণ্ড অপরের!

ওই ঘটনায় সকলেই হতচকিত হয়ে যান।

Man allegedly bites hand of another in ATM at Chinsurah

এই দুই ব্যক্তির বিবাদ হয়। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:April 15, 2025 4:02 pm
  • Updated:April 15, 2025 5:31 pm  

সুমন করাতি, হুগলি: বাংলার নতুন বছরের প্রথম দিনে রক্তারক্তি কাণ্ড এটিএম কিয়স্কে। কেন  কাজে এত বেশি সময় লাগছে? এই সামান্য বিষয়টি নিয়ে দুই ব্যক্তির মধ্যে শুরু হয় তর্কাতর্কি। সেই বিবাদ চলার সময়েই এক ব্যক্তি অপর ব্যক্তির হাত কামড়ে দিলেন বলে অভিযোগ। তার জেরে গলগল করে রক্ত বেরতে থাকে হাতের তালু থেকে।সামান্য ঘটনা থেকে এমন বড় হামলায় এটিএম কাউন্টারে উপস্থিত সকলেই হতবাক হয়ে যান। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়ার খাদিনামোড় এলাকায়।

চুঁচুড়ার খাদিনামোড়ে এসবিআই-এর একটি এটিএম কিয়স্ক রয়েছে। সেই কিয়স্কে পাশবই আপডেটও হয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, নববর্ষের সকালে স্থানীয় এক ব্যক্তি ওই কাউন্টারে ছটি পাশবই নিয়ে গিয়েছিলেন আপডেট করানোর জন্য। এক এক করে তিনি পাশবই আপডেট করছিলেন। এদিকে, এটিএমের বাইরে একজন গ্রাহকও হাজির হয়েছিলেন। সময় লাগছে দেখে তিনি বিরক্ত হন বলে অভিযোগ। তাঁর তাড়া থাকায় কাউন্টারের ভিতরে থাকা ব্যক্তিকে আগে ছেড়ে দিতে বলেছিলেন। সেই থেকেই শুরু হয় বচসা।

Advertisement

কাউন্টারের ভিতরে থাকা ব্যক্তি ওই ব্যক্তিকে গালিগালাজ করেন বলে অভিযোগ। অপর ব্যক্তিও পালটা গালিগালাজ করেন। আর তারপরই শুরু হয়ে যায় তুমুল বচসা। সেই বচসা নিমেষে বদলে যায় হাতাহাতিতে! অভিযোগ, সেই সময় পাশবই নিয়ে আসা ব্যক্তির হাত কামড়ে দেন অপর ব্যক্তি। কামড়ের চোটে ওই ব্যক্তির হাতের তালু থেকে গলগল করে রক্ত বেরতে থাকে। সেসময় সেখানে উপস্থিত ছিলেন অনেকেই। ওই ঘটনায় সকলেই হতচকিত হয়ে যান।

তখন ওই কিয়স্কে একজন নিরাপত্তারক্ষী ছিলেন। তাঁর সামনেই এমন ঘটনা কী করে ঘটল? কেন তিনি দুই ব্যক্তিকে আগেই বিবাদ থেকে নিরস্ত করলেন না? সেই প্রশ্নও উঠেছে। আক্রান্ত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। নববর্ষের দিন এই ঘটনা আনন্দের পরিবেশ খানিকটা নষ্ট  হল বলে মনে করছেন উপস্থিত অন্যান্যরা। যদিও ঘটনায় থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলেই খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement