Advertisement
Advertisement

প্লাস্টিক মটরশুঁটি, নকল জরদা ও ভেষজ ওষুধের আড়ালে আফিম পাচার

পাচারচক্রের জাল ছড়িয়েছে দেশের বাইরেও৷

Masked under pharmaceutical trade Opium racket flourishing in North Bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 25, 2017 11:56 am
  • Updated:March 25, 2017 11:56 am

ব্রতীন দাস, শিলিগুড়ি: প্লাস্টিকের মটরশুঁটি থেকে আয়ুর্বেদিক ওষুধের আড়ালে আফিম! সঙ্গে ব্র্যান্ডেড কোম্পানির প্যাকেটে নকল জরদা৷ ভেজাল চক্রের দাপট বাড়ছে শিলিগুড়ি-সহ গোটা উত্তরবঙ্গে৷ ত্রস্ত আম-জনতা৷

[ফ্রান্সে বন্দুকবাজের হামলা, স্কুল পড়ুয়া সহ আহত ৩]

Advertisement

দেখতে হুবহু আসলের মতো৷ একঝলক দেখে কোনওমতেই বোঝার উপায় নেই যে, প্লাস্টিকের মটরশুঁটি! কিন্তু দিব্যি প্যাকেটবন্দি করে দেদার বিক্রি হচ্ছিল বাজারে৷ সবুজ দানার উপর পাতলা সবুজ রঙের প্লাস্টিক কোটিং করে তৈরি করা হয়েছিল ওই নকল মটরশুঁটি৷ রীতিমতো তাজ্জব হওয়ার মতোই ঘটনা৷ গোয়েন্দা শাখার অভিযানে সম্প্রতি পাঁচ হাজার কেজি নকল মটরশুঁটি উদ্ধার হলেও এখনও আসল ঘাঁটির হদিশ করে উঠতে পারেনি শিলিগুড়ি পুলিশ৷

Advertisement

[ধরনায় বসেছিলেন নেতা, পাঁজাকোলা করেই তুলে নিয়ে গেল পুলিশ]

তবে সূত্র মারফত খবর এসেছে শিলিগুড়ি পুলিশের (ডিডি) কাছে, জলপাইগুড়ির কোনও একটি জায়গাতেই এই প্লাস্টিক মটরশুঁটির কারখানা রয়েছে৷ শিলিগুড়ি শহরের গোয়ালাপট্টিতেও এই কারবারের ঘাঁটি রয়েছে বলে খবর৷ এডিসিপি (ডিডি) অরিন্দম সরকার বলেছেন, “উদ্ধার হওয়া ওই নকল মটরশুঁটিতে কী ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়েছিল তা জানতে কলকাতায় ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে৷ সঙ্গে কোথায় কোথায় এর কারখানা চলছে, কারা যুক্ত তা জানতে খোঁজখবর শুরু করা হয়েছে৷ তল্লাশিও চলছে৷” এখানেই শেষ নয়৷ আয়ুর্বেদিক ওষুধের ভিতর আফিম মিশিয়ে চোরাগোপ্তাভাবে চড়া দামে তা শিলিগুড়িতে বিক্রি হচ্ছে বলেও অভিযোগ৷ এমনকী সূত্রের খবর, তা পাচার হয়ে যাচ্ছে নেপালেও৷

[‘সীতা শুধুমাত্র আদর্শ নারী নন, ছিলেন এক যোদ্ধাও!’]

চলতি মাসে শিলিগুড়ির ভারত-নেপাল সীমান্ত পানিট্যাঙ্কি থেকে এমন পনেরো কেজি আয়ুর্বেদিক ওষুধ বাজেয়াপ্ত করেছে এসএসবি ও নারকোটিক কন্ট্রোল ব্যুরো৷ এর পরই বিষয়টি নিয়ে হইচই শুরু হয়ে যায়৷ জলপাইগুড়ির একটি সংস্থার নামে প্যাকেটবন্দি ওই আয়ুর্বেদিক ওষুধের আড়ালেই আফিম পাচারের চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ৷ তল্লাশি শুরু হলেও এখনও এই চক্রের পান্ডারা অধরা৷ ফলে উদ্বেগ বাড়ছে৷ এর আগে শিলিগুড়ি শহরের খালপাড়া থেকে নকল জরদা বাজেয়াপ্ত করেছে পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ৷

[অর্ধনগ্ন হয়ে ক্লাসের মধ্যে নাচ, গারদে শিক্ষিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ