Advertisement
Advertisement
Mathematics professor of Basirhat

মার্কিন মুলুকে জয়জয়কার, স্ট‍্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণাপত্রে বাংলার অধ্যাপকের নাম

গর্বিত বসিরহাট কলেজের অন্যান্য অধ্যাপক ও পড়ুয়ারা।

Mathematics professor of Basirhat featured in US research paper । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 21, 2023 5:14 pm
  • Updated:September 21, 2023 5:14 pm

গোবিন্দ রায়, বসিরহাট: বাংলার গণিত অধ্যাপকের জয়জয়কার। বিশ্বব‍্যাপী বিজ্ঞান গবেষকদের তালিকায় বসিরহাটের সুদীপ মণ্ডল। গর্বিত বসিরহাট কলেজের অন্যান্য অধ্যাপক ও পড়ুয়ারা।

বসিরহাটের বাদুড়িয়ার চাতরা গ্রাম পঞ্চায়েতের ঘোষপুর গ্রামে বেড়ে ওঠা সুদীপ মণ্ডলের। ছোট থেকেই অঙ্কের প্রতি নেশা তাঁর। স্বপ্ন দেখতেন বড় হয়েও গণিতচর্চাই করবেন। সেই অনুযায়ী গণিত নিয়ে পড়াশোনা করেন সুদীপ। বর্তমানে বসিরহাট কলেজের গণিতের সহকারী অধ্যাপক তিনি। অধ্যাপনার ফাঁকেই বড়সড় সাফল্য সুদীপবাবুর।

Advertisement

[আরও পড়ুন: অবশেষে স্কুলে যোগ, দীর্ঘ আইনি লড়াইয়ের পর ক্লাসরুমে অনামিকা]

ক্যালিফোর্নিয়ার স্ট‍্যানফোর্ড ইউনিভার্সিটি প্রকাশিত পৃথিবীব‍্যাপী গবেষকদের তালিকায় মণ্ডল পরিবারের কৃতী সন্তান। তাঁর সাফল্যে গর্বিত বসিরহাট কলেজের অন‍্যান‍্য অধ্যাপক এবং পড়ুয়ারা। “সুদীপ শুধু বসিরহাটের গর্ব নন। রাজ্য তথা দেশের গর্ব”, বলেন অধ্যক্ষ অশোককুমার মণ্ডল। সুদীপের সাফল্যে গর্বিত তাঁর বাবা-মা। অধ্যাপকের অনুপ্রেরণায় অনুপ্রাণিত বহু পড়ুয়া। তাঁর দেখানো পথেই এগিয়ে চলার স্বপ্ন দেখছেন ছাত্রছাত্রীরা।
দেখুন ভিডিও:

Advertisement

[আরও পড়ুন: রাত ১০টার পর হস্টেলের বাইরে নয়, কড়া নির্দেশিকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ