Advertisement
Advertisement

নিম্নচাপের জের, রাত থেকেই বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত৷

MeT predicts rain in Kolkata
Published by: Sayani Sen
  • Posted:September 19, 2018 6:57 pm
  • Updated:September 19, 2018 6:57 pm

রিংকি দাস ভট্টাচার্য: নিম্নচাপের শক্তি বৃদ্ধির জের৷ বুধবার রাত থেকে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস৷ বৃহস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণের জেলাগুলিতে৷ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুধু গাঙ্গেয় পশ্চিমবঙ্গেই নয়, পড়শি রাজ্যেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ এই নিম্নচাপের প্রভাবে আগামিকাল থেকে পুরীতে বৃষ্টি হতে পারে বলেও জানান আবহবিদরা৷

[মাঝেরহাটে বিকল্প রাস্তা, লেভেল ক্রসিংয়ের অনুমতি দিল রেল]

সাগরে ঘনিয়েছে নতুন নিম্নচাপ। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আগামী ৩৬ ঘণ্টায় সেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা। নিম্নচাপ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে এসে ওড়িশা এবং অন্ধ্র উপকূলের দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওই নিম্নচাপের জেরে বুধবার রাত থেকেই শুরু হতে পারে বৃষ্টি৷ আবহাওয়াবিদদের কথায়, নিম্নচাপের প্রভাবে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও হাওড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উপকূলবর্তী জেলাগুলিতে ৪০-৫০কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া৷ হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টি হতে পারে পুরীতেও৷ নিম্নচাপের জেরে সপ্তাহান্তেও প্রবল বৃষ্টিতে গোটা দক্ষিণবঙ্গ ভিজতে পারে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের৷ আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, সপ্তাহান্তে শুধু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ নয়, পড়শি রাজ্যেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী না হলেও শনি ও রবিবার কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

Advertisement

[তন্ত্রসাধনার বলি বধূ, দুর্গাপুরে বস্তাবন্দি দেহ কাণ্ডে রহস্যের কিনারা পুলিশের]

সামনেই পুজো৷ শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি৷ প্রচণ্ড গরমে কেনাকাটি করতে বেড়িয়ে গলদঘর্ম অবস্থা আমজনতার৷ দিনকয়েকের নিম্নচাপের বৃষ্টিতে গরম থেকে মুক্তি মিলতে পারে বলেই আশা প্রত্যেকের৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ