Advertisement
Advertisement

Breaking News

Minister Biplab Mitra injured in the joining program of Trinamool Congress

তৃণমূলের যোগদান কর্মসূচির মাঝেই বিপত্তি, মঞ্চ ভেঙে জখম মন্ত্রী বিপ্লব মিত্র

ডান পায়ে চোট লেগেছে মন্ত্রীর।

Minister Biplab Mitra injured in the joining program of Trinamool Congress । Sangbad Pratidin

ছবি: রতন দে

Published by: Sayani Sen
  • Posted:November 26, 2021 6:25 pm
  • Updated:November 26, 2021 8:01 pm

রাজা দাস, বালুরঘাট: তৃণমূলের যোগদান কর্মসূচির মাঝেই বিপত্তি। দক্ষিণ দিনাজপুরের তপনে আচমকাই ভেঙে পড়ল সভামঞ্চ। জখম হলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। 

শুক্রবার দক্ষিণ দিনাজপুরের তপনে তৃণমূলের যোগদান কর্মসূচি ছিল। তাতেই উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র। ভিড়ে ঠাসা ছিল সভাস্থল। বামনেতা আনিসুর রহমান-সহ আরএসপি, সিপিএম, কংগ্রেসের অন্তত ১২ হাজার কর্মী-সমর্থক যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিপ্লব মিত্র।

Advertisement

[আরও পড়ুন: ভাগ্নের বিয়েতে ২ ঝুড়ি ভরতি টাকা নিয়ে হাজির তিন মামা! গুনতে সময় লাগল পাক্কা তিন ঘণ্টা]

যোগদানের সময়েই বিপত্তি। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সভামঞ্চ। পড়ে যান মন্ত্রী বিপ্লব মিত্র। তাঁকে উদ্ধার করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শুরু হয় চিকিৎসা। চিকিৎসকরা জানান, ডান হাঁটুতে চোট পান তিনি। মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, “ডান পায়ে সামান্য চোট লেগেছে। যোগদানকে ঘিরে অন্তত ৩০-৩৫ হাজার মানুষ উপস্থিত ছিলেন। মঞ্চেও অনেকে ছিলেন। এটা নিছক একটি দুর্ঘটনা। মানুষের আশীর্বাদ রয়েছে আমাদের উপর।”

Advertisement

তপনের পাশাপাশি দমদম বারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের অফিসে বিজেপি ও সিপিআইএমের অন্তত ৫০০ জন কর্মী-সমর্থক ঘাসফুল শিবিরে যোগ দেন। বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যামের উপস্থিতিতেই দলবদল করেন তাঁরা।

[আরও পড়ুন: নুসরত-যশের সম্পর্কে তিক্ততা? সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে নতুন জল্পনা শুরু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ