Advertisement
Advertisement

Breaking News

Ram Temple

Ram Temple: রামমন্দিরের উদ্বোধনে আমন্ত্রিত গঙ্গাসাগরের নাগা সাধুরা

উচ্ছ্বসিত এলাকার বাসিন্দারাও।

Naga saints of Gangasagar are invited in Ram Mandir inauguration
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 4, 2024 6:26 pm
  • Updated:January 4, 2024 6:27 pm

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: রামমন্দিরের উদ্বোধনে আমন্ত্রিত গঙ্গাসাগর কপিলমুনি আশ্রম এলাকার নাগা সাধুরা। অযোধ্যা ট্রাস্টের তরফে আমন্ত্রণ পেয়ে খুশি তাঁরা। উচ্ছ্বসিত এলাকার বাসিন্দারা। তাঁদের কাছে এই ডাক অত্যন্ত গর্বের।

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। রামমন্দির উদ্বোধনের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রিত বহু মানুষ। অযোধ্যা ট্রাস্টের তরফে তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেই তালিকায় গঙ্গাসাগরের নাগা সাধু-সহ অন্যান্যরাও। জানা গিয়েছে, গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমের পাশে থাকা নাগা সাধুদের রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: জিআই তকমায় উজ্জ্বল কালোনুনিয়া চাল থেকে কড়িয়াল শাড়ি, বাংলার মধু-টাঙ্গাইল-গরদকেও স্বীকৃতি]

গঙ্গাসাগরবাসীদের দাবি, অযোধ্যা ট্রাস্ট কেবলমাত্র গঙ্গাসাগরের নাগা সন্ন্যাসীদের সম্মান জানাননি। সম্মান জানিয়েছেন গঙ্গাসাগরবাসীদেরও। এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতা বলেন, যে সাধুরা আমন্ত্রণে সাড়া দিয়ে অযোধ্যা যাবেন, তাঁরা শুধু সাধু হিসেবে নয়, বরং গঙ্গাসাগরবাসীদের প্রতিনিধি হিসেবে যাবেন। বিজেপি নেতা আরও বলেন, “রামমন্দিরের সঙ্গে সমগ্র ভারতবাসীর আবেগ জড়িয়ে। এই আমন্ত্রণ প্রত্যেকের কাছে গর্বের।”

Advertisement

 

[আরও পড়ুন: ‘টুম্পা সোনা’র পর এবার ‘ডিম পাউরুটি’, ব্রিগেড ভরাতে নয়া প্যারোডিতে ভরসা বাম যুবদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ