Advertisement
Advertisement

ভাঙড়ে উসকানি দিলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি তৃণমূলের

বিজেপি ও সিপিএম ভাঙড়ে ‘ঘোলাজলে মাছ ধরার চেষ্টা’ করছে, অভিযোগ তৃণমূলের৷

‘Naxals inciting unrest in Bhangar, will be dealt with iron hand’
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 17, 2017 5:26 am
  • Updated:February 17, 2017 5:30 am

স্টাফ রিপোর্টার, দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ে বহিরাগত নকশালদের আশ্রয় দিলে যে প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে তা স্পষ্ট করে দিল তৃণমূল কংগ্রেস৷ এখানেই শেষ নয়, দলের কোনও জনপ্রতিনিধিও যদি উন্নয়ন বিরোধী এবং সামগ্রিকভাবে মানুষের ইচ্ছার বিরু‌দ্ধে কোনও কাজ করেন তবে তৃণমূল শীর্ষ নেতৃত্ব বিন্দুমাত্র রেয়াত করবে না৷ পাওয়ার গ্রিড কাণ্ডের পর বৃহস্পতিবারই প্রথম ভাঙড়ের শ্যামনগরে জনসভা করে বহিরাগত, উসকানিদাতা ও নকশালদের পাশাপাশি দলের একাংশকেও এভাবেই সতর্ক করলেন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও জেলা সভাপতি মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়৷ বিজেপি ও সিপিএম ভাঙড়ে ‘ঘোলাজলে মাছ ধরার চেষ্টা’ করছে বলে এদিন জনসভা থেকে আক্রমণ করেছেন সাংসদ মুকুল রায় ও মন্ত্রী ফিরহাদ হাকিমও৷ তবে জোর করে দখল করা কৃষিজমিতে রাজ্যের কোথাও কোনও টাউনশিপ গড়তে দেওয়া হবে না বলেও এদিন ফের সরকারি সিদ্ধান্তের কথা জানিয়ে দেন পুরমন্ত্রী৷

(খুন করেছি আকাঙ্ক্ষাকে, আদালতে স্বীকারোক্তি উদয়নের)

স্থানীয় বিধায়ক ও মন্ত্রী রেজ্জাক মোল্লা এবং পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলামকে বাদ দিয়েই এদিন ভাঙড়ের বুথস্তরের নেতাকর্মীদের নিয়েই শ্যামনগরে জনসভা করল তৃণমূল কংগ্রেস৷ সভার শুরুতেই জেলা তৃণমূল সভাপতি ও মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় এদিন স্পষ্টবার্তা দিয়ে বলেন,“উন্নয়নের পাশাপাশি এলাকায় দলের সাংগঠনিক রূপরেখাও ঠিক করবেন ভাঙড়ের বাসিন্দারাই৷ তবে যে বা যাঁরা বহিরাগত ও নকশালদের আশ্রয় দেবেন, অশান্তিতে উসকানি দেবেন তাদের দায়িত্ব নিতে পারব না৷” অধিকাংশ মানুষ মূলস্রোতে ফিরে এসেছেন উল্লেখ করে ভাঙড়ে যাঁরা এখনও নকশালদের সঙ্গে নিজেদের জড়িয়ে রেখেছেন তাঁদেরও এদিন সতর্ক করেন শোভন৷ বলেন, “দুঃখের সময় সবার পাশে তৃণমূল ছিল, এখনও আমরা আছি৷ কিন্তু অবৈজ্ঞানিক কথা বলে যারা মানুষকে বিভ্রান্ত করে নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে তাদের রেয়াত করা হবে না৷ একটা ফুসকুড়িকে জোর করে গ্যাংগ্রিন করার চেষ্টা করা হচ্ছে৷ এটা করতে দেওয়া হবে না৷ মানুষকে সঙ্গে নিয়ে চলা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে দুর্বল ভাবার কোনও কারণ নেই৷” পাওয়ার গ্রিড নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা উল্লেখ করে বলেন, “আমরা পাওয়ার গ্রিড চাপিয়ে দেব না৷ ভোল্টেজ সমস্যায় পড়ে একদিন ভাঙড়বাসী উপলব্ধি করবেন নকশালদের খুঁড়োর কলে বিভ্রান্ত হয়ে পাওয়ার গ্রিডের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে নিজেদের কী ক্ষতি করেছেন৷”

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ