Advertisement
Advertisement
Corona Virus

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুহীন কলকাতা, রাজ্যে সুস্থতার হার ৯৭.৫৮ শতাংশ

নিম্নমুখী অ্যাকটিভ কেস।

No death in Kolkata in last 24 hours by Corona Virus | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:February 19, 2021 8:16 pm
  • Updated:February 19, 2021 8:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আগমনের পর গোটা রাজ্যের মধ্যে সবচেয়ে উদ্বেগ ছিল কলকাতাকে নিয়েই। প্রতিদিনই ধীরে ধীরে এ শহরে বেড়েছে করোনা সংক্রমণ। পাল্লা দিয়ে প্রাণও হারিয়েছেন বহু মানুষ। তবে শুক্রবার তিলোত্তমাবাসীর জন্য স্বস্তির খবর। গত ২৪ ঘণ্টায় করোনায় একজনেরও প্রাণ যায়নি কলকাতায়। করোনা টিকাকরণের পর সামগ্রিকভাবে অনেকটাই নিয়ন্ত্রণে রাজ্যের কোভিড সংক্রমণও।

শুক্রবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা (Corona Virus) আক্রান্ত ১৯৪ জন। যার মধ্যে শুধু কলকাতায় সংক্রমিত ৬৮ জন। দৈনিক সংক্রমণের দিক থেকে দ্বিতীয় স্থানেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত ৬৫ জন। উত্তরবঙ্গ-সহ অন্যান্য জেলায় অনেকটাই নিয়ন্ত্রণে কোভিড-১৯। এর ফলে রাজ্যে মোট করোনা আক্রান্ত ৫ লক্ষ ৭৩ হাজার ৩৮৭ জন। তবে প্রতিদিনই কমছে অ্যাকটিভ কেসের সংখ্যা। বর্তমানে বাংলায় করোনা রোগে চিকিৎসাধীন ৩,৬২৫ জন।     

Advertisement

[আরও পড়ুন: ‘হেঁশেলে আগুন’, পেট্রল-ডিজেল-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যজুড়ে পথে নামছে তৃণমূল]

কলকাতায় একদিনে কোনও মৃত্যু না ঘটলেও রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে তিনজনের। উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান একজন করে করোনার বলি হয়েছেন। রাজ্যে মোট মৃত ১০,২৪২ জন। তবে এরই মধ্যে আশা জাগাচ্ছেন কোভিড জয়ীরা। বাংলায় এখনও পর্যন্ত ৫ লক্ষ ৫৯ হাজার ৫২০ জন করোনামুক্ত হয়ে উঠেছেন। যাঁদের মধ্যে একদিনে কোভিডজয়ী ২৩৮জন।

দেশজুড়ে টিকাকরণ শুরু হওয়ার পর থেকে দেশের বেশিরভাগ রাজ্যেই করোনাকে অনেকখানি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে খানিকটা উদ্বেগে রেখেছে মহারাষ্ট্র। আপাতত সেখানেই করোনা পরিস্থিতি সবচেয়ে করুন। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের করোনা পরীক্ষাও চলছে আগের মতোই। বাংলার স্বাস্থ্য দপ্তরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টাতে করোনা টেস্ট হয়েছে ২০ হাজার ৫২৮টি। রাজ্যে এখনও পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৮৩ লক্ষ ৮৮ হাজার ৮৫৪টি।

[আরও পড়ুন: ‘গেরুয়া হনুমানের দল হুঁশিয়ার,’ হুগলিতে বজরং দলের উদ্দেশে এবার পালটা পোস্টার

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement