Advertisement
Advertisement

Breaking News

পুজোয় নয় লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎ দফতরের

পাশাপাশি বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্তে অটল মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার৷

No More Load Sheding In Durga Puja, Says Sovandeb Chattopadhyay
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 17, 2016 9:36 am
  • Updated:September 17, 2016 9:36 am

স্টাফ রিপোর্টার: বাড়তি চাহিদা সত্ত্বেও আসন্ন উৎসব মরশুমে রাজ্য জুড়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে রাখল বিদ্যুৎ দফতর৷ শুক্রবার বিদ্যুৎ ভবনে এ সংক্রান্ত এক বৈঠকের পর দফতরের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, আগামী মাস থেকে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ অবধি বাড়তি বিদ্যুতের চাহিদা লক্ষ করা যায়৷ সেই চাহিদা পূরণ করতে বেশ কিছু দিন আগে থেকেই কাজ শুরু করে দিয়েছিল বিদ্যুৎ দফতর৷ এখন বাড়তি বিদ্যুৎ দিতে কোনও অসুবিধে হবে না৷ শুক্রবার বিদ্যুৎ সংবহন-উৎপাদন এবং বণ্টনে যুক্ত সংশ্লিষ্ট দফতরগুলির সঙ্গে বৈঠকের পর মন্ত্রী এই প্রতিশ্রুতি দেন৷ এছাড়া শীঘ্রই ডিস্ট্রিক্ট ইলেকট্রিসিটি কমিটি তৈরির কথাও ঘোষণা করেছেন মন্ত্রী৷ যে কমিটি বণ্টন থেকে শুরু কবে বিদ্যুৎ চুরি আটকাতে সচেষ্ট ভূমিকা নেবে৷
পশ্চিমবঙ্গের প্রায় ৯৭ শতাংশ মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে ইতিমধ্যেই৷ উন্নত হয়েছে গ্রামীণ বিদ্যুৎ পরিষেবা৷ আর অল্পদিনের মধ্যেই রাজ্যের সব ঘরে উন্নত মানের বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে বলে দাবি বিদ্যুৎ দফতরের৷ এই কাজের পাশাপাশি উৎসবের মরশুমে গোটা রাজ্য আলোকিত করে রাখতেও প্রয়োজনীয় কাজ সারা হয়ে গেছে বলে দাবি জানাল দফতর৷ তবে বিদ্যুৎ পরিষেবা নিরবচ্ছিন্ন রাখার প্রতিশ্রুতির পাশাপাশি এদিন মন্ত্রী পুজো প্রতিষ্ঠানগুলিকে অনুরোধ জানিয়েছেন, অনৈতিকভাবে বিদ্যুৎ সংযোগ না করার জন্য৷ তিনি বলেন, দফতর বৈধভাবে বিদ্যুৎ দিতে প্রস্তুত আছে৷ তার জন্য নিয়ম মেনে আবেদন জানালেই দ্রুত কাজ হবে৷ তাই অবৈধ সংযোগ না নিতে অনুরোধ জানান তিনি৷ পাশাপাশি তিনি এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপের অনুরোধ জানান৷ বিদ্যুতের অবৈধ লেনদেন রুখতে জনপ্রতিনিধিদের ডিস্ট্রিক্ট ইলেকট্রিসিটি কমিটিতে যুক্ত করার কথাও বলেন৷ এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিদ্যুৎ দফতরের চেয়ারম্যান রাজেশ পাণ্ডে বলেন, প্রতি বছর প্রায় ৮ হাজার মিলিয়ন ইউনিট বিদ্যুতের অবৈধ লেনদেন হয়৷ এ বিষয়ে মন্ত্রী বলেন, তিনি শক্তি প্রদর্শনের তুলনায় মানুষকে বোঝানোতে আগ্রহী৷ মানুষকে সচেতন করে তুলে আটকাতে হবে অবৈধ লেনদেন৷ এছাড়া তিনি জানান, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির জেরে রেগুলেটরি কমিশন বিদ্যুতের দাম বাড়াতে চাপ দিচ্ছে৷ তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী নীতির সরকার হিসাবে সাধারণ মানুষের উপর বাড়তি দাম চাপানোর নীতির বিরোধী তাঁরা৷ তাই দাম না বাড়ানোর সিদ্ধান্তে অটল মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ