স্টাফ রিপোর্টার, নদিয়া: দুই মৃতদেহ ফেলে রেখে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে রানাঘাটের একটি নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালানো হল৷ শুধু নার্সিংহোমেই নয়, ভাঙচুর চালানো হয়েছে অশোক মৈত্র নামে ওই নার্সিংহোমের এক চিকিৎসকের বাড়িতেও৷ অভিযোগ, মাস ছয়েক আগে নমিতা দাস (২৬) নামে রানাঘাটেরই বাসিন্দা এক মহিলা কন্যাসন্তানের জন্ম দেন ওই নার্সিংহোমে৷ সিজার করে ওই কন্যাসন্তানের জন্ম হয়৷ তার পরই ওই মহিলা অসুস্থ হয়ে পড়েন৷
[বাল্মীকির সঙ্গে মিকার তুলনা করে শ্রীঘরে রাখি সাওয়ান্ত]
সোমবার সন্ধ্যাবেলা নমিতাদেবীর মৃত্যু হয় অন্য এক হাসপাতালে৷ এই ঘটনাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে নমিতাদেবীর পরিবার৷ মঙ্গলবার সকালে নমিতাদেবীর পরিবারের লোকেরা তাঁর মৃতদেহ নিয়ে এসে নার্সিংহোমের সামনে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ ব্যাপক ভাঙচুর চালানো হয় ওই নার্সিংহোমে৷ পরে পুলিশ এসে পুর ঘটনার তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে৷ এদিকে যে চিকিৎসক নমিতাদেবীর সিজার করেছিলেন সেই অশোক মৈত্রর বাড়িতেও গিয়ে ভাঙচুর চালায় নমিতাদেবীর পরিবার৷
[OMG! মাত্র ১ টাকায় মিলবে Xiaomi Redmi Note 4]
শুধু নমিতাদেবী নন, অনিতা পাল (৪৫) নামে কৃষ্ণনগরের হাবিবপুরের আর এক মহিলার চিকিৎসায়ও গাফিলতি হয়েছে বলে অভিযোগ ওঠে৷ তাঁর পরিবারের লোকেরাও এদিন মৃতদেহ নিয়ে এসে ওই নার্সিংহোমের সামনে রেখে বিক্ষোভ দেখান৷ তাঁরাও ওই নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালান৷ হাবিবপুরের বাসিন্দা অনিতাদেবীর জরায়ুতে টিউমার হয়েছে বলে জানিয়েছিলেন ওই নার্সিংহোমের চিকিৎসক নীলাঞ্জন মিত্র৷ এর পর তিনি ওই নার্সিংহোমে অস্ত্রোপচার করেন৷ সোমবার সন্ধ্যাবেলা অস্ত্রোপচারের পরই অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় অনিতাদেবীর৷ তাঁর পরিবারের লোকজনও চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন৷ একইভাবে তাঁরাও ওই নার্সিংহোমে মৃতদেহ রেখে ব্যাপক ভাঙচুর ও বিক্ষোভ দেখান৷ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় বিশাল পুলিশবাহিনী৷ পরপর দুই ক্ষেত্রে এমন ঘটনা কীভাবে ঘটল, তা খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়৷ দোষ প্রমাণিত হলে শাস্তি দেওয়ারও আশ্বাস দেওয়া হয়৷ এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷
[নস্টালজিয়া উসকে ফিরছে গব্বর সিং, কীভাবে জানেন?]