Advertisement
Advertisement
CPM

Panchayat Election 2023: চুলোয় বাম-কংগ্রেস জোট! এক আসনে দুই দলের প্রার্থী বাবা-ছেলে

কী বলছেন দুই প্রার্থী?

Father CPM candidate, man files nomination as CONG candidate | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 20, 2023 6:24 pm
  • Updated:June 20, 2023 6:24 pm

শাহাজাদ হোসন, ফরাক্কা: বাবা আলতাব হোসেন সিপিআইএমের (CPM) গ্রাম পঞ্চায়েতের প্রার্থী। তাঁর প্রতিপক্ষ বড় ছেলে আবদুল মনিব। তিনি একই আসনে কংগ্রেস প্রার্থী। ভোট যুদ্ধে বাবা-ছেলের রাজনৈতিক লড়াইয়ে জমজমাট ফরাক্কা ব্লকের মহাদেবনগর গ্রামপঞ্চায়েতের দক্ষিণ মহাদেবনগরের ১৯৫ নম্বর আসন। বাবাকে রাজনৈতিক লড়াইয়ে পরাজিত করতে দৃঢ় প্রতিজ্ঞ ছেলে। অপরদিকে বিনাযুদ্ধে ছেলেকে এক ইঞ্চি রাজনৈতিক মাটি ছাড়তে নারাজ বাবা আলতাব হোসেন।

মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মহাদেবনগরের বাসিন্দা আলতাব হোসেন। বয়স আনুমানিক ৫৮। পেশায় মুদির দোকানদার। ছোটবেলা থেকে বামপন্থী। আলতাব হোসেনের চার ছেলে ও তিন মেয়ে। বড় ছেলে আবদুল মনিব। বামপন্থী ঘরানায় বেড়ে উঠলেও ছাএ জীবন থেকে কংগ্রেস মানসিকতার। ফলে বাড়িতে রাজনৈতিক গৃহযুদ্ধ দেখা দিয়েছিল। এমনকী রাজনৈতিক মতবিরোধের জেরে নিজের সন্তান আবদুল মনিবকে ত্যাজ্য পুত্র করার সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন আলতাব হোসেন। যদিও পারিবারিক চাপে সেই কঠোর সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছিলেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: বাবা তৃণমূল বিধায়ক, তবু করিম চৌধুরীর অনুগামী হয়ে নির্দল প্রার্থী আজিনা বেগম]

পার্টির নির্দেশে আলতাব হোসেন দু’বার সিপিআইএমের গ্রামপঞ্চায়েতের প্রার্থী হয়েছিলেন। যদিও তিনি দু’বারই পরাজিত হয়েছিলেন। এবারও দলের নির্দেশ মেনে আলতাব হোসেন সিপিআইএমের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী। তাঁর প্রতিপক্ষ নিজের সন্তান। তিনি এবার জীবনে প্রথম ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন কংগ্রেস টিকিটে। বাবা – ছেলের ভোট ময়দানে একে অপরের লড়াইয়ে জমজমাট ফরাক্কার রাজনৈতিক বাতাস। বাবার বিরুদ্ধে ভোট ময়দানে নেমে কংগ্রেস প্রার্থী আবদুল মনিব জানান, ছাত্র জীবন থেকে কংগ্রেসের আর্দশে অনুপ্রানিত তিনি। দলের নির্দেশে এবার কংগ্রেস প্রার্থী হয়েছেন। বাবা বিরোধী প্রার্থী হলেও তাতে গুরুত্ব দিতে নারাজ। সিপিআইএম প্রার্থী বাবা আলতাব হোসেন জানান, ছেলের বিরুদ্ধে প্রার্থী হলেও পারিবারিক সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। এ লড়াই রাজনৈতিক মতাদর্শের। এক ইঞ্চি রাজনৈতিক মাটি ছাড়ার কোনও প্রশ্ন ওঠে না।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ