Advertisement
Advertisement

Breaking News

Police arrest a TMC leader in Mayna BJP leader murder case

ময়নায় বিজেপি নেতা খুনে প্রথম গ্রেপ্তারি, পুলিশের জালে তৃণমূলের পঞ্চায়েত সদস্য

নিজেকে নির্দোষ বলেই দাবি করেন ধৃত।

Police arrest a TMC leader in Mayna BJP leader murder case । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:May 4, 2023 9:21 am
  • Updated:May 4, 2023 4:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ময়নার গোড়ামহল গ্রামের বিজেপি বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনে প্রথম গ্রেপ্তারি। ধৃতের নাম মিলন ভৌমিক। সে তৃণমূলের পঞ্চায়েত সদস্য। বুধবার গভীর রাতে গ্রেপ্তার করা হয় তাকে। আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

সোমবার বিকেলে ওই বিজেপি নেতাকে মারধর করা হয় বলে অভিযোগ। তারপরই মৃত্যু হয় বিজয়কৃষ্ণ ভুঁইয়ার। আর এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গল এবং বুধবার দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা ময়না। বিজেপি বুধবার বন্‌ধও পালন করে। স্বামীর মৃত্যুর ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন বিজয়কৃষ্ণ ভুঁইয়ার স্ত্রী লক্ষ্মী। 

Advertisement

[আরও পড়ুন: ‘ময়নার বিজেপি নেতাকে ব্লিচিংয়ে সাফের হুমকি দেন শুভেন্দুই’, বিস্ফোরক দাবি তৃণমূলের]

ময়না থানায় ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। সেই তালিকায় ২৬ নম্বরে নাম ছিল মিলন ভৌমিক। বুধবার গভীর রাতে মিলনকে গ্রেপ্তার করে পুলিশ। তৃণমূলের দাবি, মিলনকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। বৃহস্পতিবার তমলুক আদালতে পেশ করা হয় ওই তৃণমূল নেতাকে। মিলন ভৌমিক বলেন, “আমি নির্দোষ। বিজেপি দীর্ঘদিন ধরে আমাকে ভোটে হারাতে পারেনি। তাই আমাকে রাজনৈতিকভাবে ফাঁসানোর চেষ্টা করছে।” আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Advertisement

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: আইপিএলের জাল টিকিট বানিয়ে চড়া দামে বিক্রি, নদিয়া থেকে গ্রেপ্তার চক্রের ‘চাঁই’ তৃণমূল নেতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ