Advertisement
Advertisement

Breaking News

ভোটের কাজে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্ত পুলিশ বাস, জখম ৩২

আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক৷

Police van on panchayat poll duty suffers accident in Chopra
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 12, 2018 12:18 pm
  • Updated:May 12, 2018 12:18 pm

সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: ভোটের কাজে যোগ দিতে যাওয়ার পথে লরি-বাসের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন কমপক্ষে ৩২ জন পুলিশকর্মী৷ আহতদের মধ্যে পাঁচ পুলিশকর্মীর অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে৷ বাকিদের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপরা এলাকায়৷

[পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তার জন্য চার রাজ্য থেকে আসছে বাহিনী]

স্থানীয় সূত্রে খবর, ভোটের কাজের জন্য ৩০-৩৫ জনের রাজ্য পুলিশের একটি দল শিলিগুড়ি থেকে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে দিকে রওনা হয়৷ শিলিগুড়ি থেকে ভোটের ডিউটি ভাগাভাগি হওয়ার পর এদিন রাত সাড়ে দশটা নাগাদ সাব-ইন্সপেক্টর গোপীনাথ দাসের নেতৃত্বে ৩০-৩৫ জনের রাজ্য পুলিশের একটি দল তাদের যাত্রা শুরু করে৷ গোয়ালপুকুরে পৌঁছানোর আগেই দুর্ঘটনাগ্রস্ত হয় বাসটি৷ চোপরার কালগজ এলাকায় একটি লরি সরাসরি বাসটিকে ধাক্কা মারে৷ মুহূর্তেই উলটে যায় লরিটি৷ ক্ষতিগ্রস্ত হয় বাসটি৷ লরি-বাসের সংঘর্ষে জখম হন কমপক্ষে ৩২ জন পুলিশকর্মী৷ তড়িঘড়ি আহতদের শিলিগুড়ি ফিরিয়ে দেওয়া হয়৷ আহতদের মধ্যে ২৪ জনকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজে ভরতি করা হয়েছে বলে জানা গিয়েছে৷

Advertisement

[ভোটের দিন প্রতিরোধের ডাক দিলীপের, কমিশনের সমালোচনায় রাহুল]

এদিনের এই দুর্ঘটনায় উত্তর দিনাজপুর সাব-ইন্সপেক্টর গোপীনাথ দাস গুরুতর জখম হয়েছেন জানিয়েছেন শিলিগুড়ি পুলিশের সহকারী পুলিশ কমিশনার প্রণব শিকদার৷ এদিন তিনি জানান, দুর্ঘটনায় জখম প্রত্যেক পুলিশকর্মীর অবস্থা স্থিতিশীল৷ ইতিমধ্যেই ২৪ জনকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে৷ তবে, ঠিক কী কারণে এই দুর্ঘটনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ৷ ঘাতক লরিটিকে বাজেয়াপ্ত করে পুলিশ৷ লরির চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না তা জানতে শুরু হয়েছে তদন্ত৷ একই সঙ্গে বাস চালাকের কোনও ভুল ছিল কি না তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন শিলিগুড়ি পুলিশের সহকারী পুলিশ কমিশনার৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ