Advertisement
Advertisement

Breaking News

Amit Sha's lunch

কেন্দ্র নাকি রাজ্য? কার অর্থে তৈরি বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন অমিত শাহ? তুঙ্গে রাজনৈতিক তরজা

বিজেপির বিরুদ্ধে বাংলা আবাস যোজনার নাম মুছে দেওয়ার অভিযোগ।

Political controversy over Amit Shah's lunch place | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:December 19, 2020 9:39 pm
  • Updated:December 19, 2020 9:57 pm

সম্যক খান, মেদিনীপুর: শনিবার দুপুরে মেদিনীপুরের কৃষকের বাড়িতে মধ্যাহ্নভোজন সেরেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে কৃষকের ওই বাড়ি নিয়ে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়ে গেল। তৃণমূলের অভিযোগ, বাংলা আবাস যোজনায় বাড়িটি পেয়েছেন ওই কৃষক। অথচ সে সে কথা মানতে নারাজ বিজেপি। তাঁদের দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়িটি তৈরি হয়েছে। দুপক্ষই নিজেদের দাবিতে অনড়।

শনিবার পশ্চিম মেদিনীপুরের কলেজ মাঠে সভায় যোগ দেওয়ার আগে বালিজুরিতে এক কৃষকের বাডজ়িতে মধ্যাহ্নভাজ সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাড়িটির মালিক সনাতন সিং। ওই বাড়িটি নিয়ে গুরুতর অভিযোগ এনেছেন জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি। তাঁর কথায়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে বাড়িতে খেতে গিয়েছিলেন সেই বাড়ির দেওয়ালে ‘বাংলা আবাস যোজনা’র নাম মুছে ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ লিখে দেওয়া হয়েছে।

Advertisement

[আরও পড়ুন : আদিবাসী, মতুয়ার পর এবার কৃষক পরিবারে মধ্যাহ্নভোজন অমিত শাহর, খেলেন কলাপাতায়]

জেলা তৃণমূল সভাপতি বলেছেন, এক লক্ষ তিরিশ হাজার টাকা বাজেটে সনাতন সিংয়ের পরিবার বাংলা আবাস যোজনায় স্থানীয় কর্ণগড় গ্রাম পঞ্চায়েত থেকে বাংলা আবাস যোজনায় একটি বাড়ি পেয়েছে। যা দিয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিজেপি নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বাড়িতে খেতে যাওয়ার আগে রাতারাতি সেই অর্ধসমাপ্ত বাড়িটিতে চুন বুলিয়ে সেই দেওয়ালের উপর প্রধানমন্ত্রী আবাস যোজনা লিখে দেওয়া হয়েছে। যা প্রতারণারই সামিল। অজিতবাবু আরও বলেছেন, “রাজনৈতিক সৌজন্যতার খাতিরেই এনিয়ে চুপ থেকেছি। নইলে সমস্যা অন্যদিকে গড়াতে পারত। বিজেপির পাতা ফাঁদে পা দিতে চাইনি আমরা।” অজিতবাবু এটাও বলেছেন, অমিতবাবু সনাতনের বাড়িতে যে চালের ভাত খেয়ে এসেছেন সেই চালও মুখ্যমন্ত্রীর দেওয়া।

Advertisement

এদিকে বাড়ি বিতর্কে জড়াতে চাননি কৃষক সনাতন সিং। তিনি জানিয়েছেন, অঞ্চল অফিসে আবেদনের ভিত্তিতেই বাড়ি মঞ্জুর হয়েছিল। তবে এনিয়ে পালটা প্রতারনার অভিযোগ তুলে বিজেপির জেলা সভাপতি সমিত দাশ বলেছেন, “কেন্দ্রীয় প্রকল্পে প্রধানমন্ত্রী আবাস যোজনাকে জোর করে এ রাজ্যে বাংলা আবাস যোজনা বলে চালানো হচ্ছে। সাধারন মানুষের সঙ্গে চূড়ান্ত প্রতারণা করা হচ্ছে।”

[আরও পড়ুন : দিদি চিন্তা করবেন না, দু’শোর বেশি আসনে জিতে বাংলার বিজেপি নেতাই মুখ্যমন্ত্রী হবে: অমিত শাহ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ