BREAKING NEWS

৭ আশ্বিন  ১৪৩০  সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

দেবী দুর্গা নিয়ে ‘কুকথা’, কুড়মি নেতার বিরুদ্ধে একাধিক থানায় FIR

Published by: Sayani Sen |    Posted: September 18, 2023 11:00 am|    Updated: September 18, 2023 11:01 am

Purulia people lodged FIR against Kurmi leader Ajit Prasad Mahato । Sangbad Pratidin

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: দেবী দুর্গাকে নিয়ে কুকথা বলার ঘটনায় ক্রমশ বড়সড় আন্দোলনের চেহারা নিচ্ছে পুরুলিয়ায়। সম্প্রতি কুড়মি জনজাতির মানুষজনদের একটি অনুষ্ঠানে আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা (প্রধান নেতা ) অজিতপ্রসাদ মাহাতো দেবী দুর্গাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় তাঁর ভিডিও (সংবাদ প্রতিদিন ডিজিটাল অবশ্য এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ) সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তারপর থেকেই রীতিমতো উত্তপ্ত জঙ্গলমহলের জেলা পুরুলিয়া। এই ঘটনায় অজিত মাহাতোর বিরুদ্ধে পুরুলিয়া সদর, বলরামপুর, বাঘমুন্ডি-সহ একাধিক থানায় এফআইআর হয়েছে।

কুড়মিদের অন্যান্য সামাজিক সংগঠনগুলিও অজিতপ্রসাদ মাহাতোর বক্তব্যের বিরোধিতা করেন। জেলাজুড়ে বিভিন্ন দুর্গোৎসব ও রাবণ দহন কমিটি রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। এরপরেও আদিবাসী কুড়মি সমাজ বিধি বহির্ভূতভাবে পালটা মিছিল বের করলে রবিবার পুলিশের সঙ্গে ঝামেলা বাঁধে। একাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়। শনিবার পুরুলিয়া সদর সহ জেলার একাধিক থানায় বিক্ষোভের পাশাপাশি জেলা পুলিশ সুপার কার্যালয়ে বিক্ষোভ দেখায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সহ ধর্মীয় সংগঠন। রবিবার তা ছাপিয়ে বিভিন্ন থানায় অভিযোগ হয় আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা (প্রধান নেতা ) অজিতপ্রসাদ মাহাতোর বিরুদ্ধে। প্রত্যেকটি অভিযোগ থেকে একই দাবি অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

এদিকে, মূল মানতা অজিতপ্রসাদ মাহাতোর সমর্থনে রবিবার দুপুরে পুরুলিয়া শহরে একটি মিছিল বার করে আদিবাসী কুড়মি সমাজ। সেই মিছিল পুলিশ আটকে দেয় বলে অভিযোগ। কারণ ওই মিছিল ছিল সম্পূর্ণভাবে বে-আইনি। পুলিশ সেই মিছিল আটকে দিলে বচসা থেকে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। সেই সময় আদিবাসী কুড়মি সমাজের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে বলে অভিযোগ। এই ঘটনায় কয়েকজন পুলিশ কর্মী জখম হন। এই অবস্থায় পুলিশ আইনশৃঙ্খলার পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে বলে অভিযোগ। বেআইনি মিছিলে অংশ নেওয়া আদিবাসী কুড়মি সমাজের নেতা-কর্মী-সমর্থকদেরকে গ্রেপ্তার করে এই মিছিলে থাকা মাইক বাজেয়াপ্ত করে পুলিশ।

[আরও পড়ুন: ED আধিকারিক সেজে খাস কলকাতায় লুঠপাট, পুলিশের জালে সঙ্গিনী-সহ যুবক]

পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “একটি বেআইনি মিছিলকে ঘিরে জেলার আইনশৃঙ্খলার অবনতি হতে পারত। তাই পুলিশের তরফে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।” পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতোর দেবী দুর্গাকে নিয়ে আপত্তিজনক মন্তব্যের বিরুদ্ধে গত শনিবার পুরুলিয়ার সদর থানায় এফআইআর করে পরশুরাম সেনা। এই ঘটনায় শাসক দল তৃণমূল, বিজেপি, কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে ধর্মীয় ও সামাজিক সংগঠন গুলি আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতোর বিরুদ্ধে সরব হয়ে তাকে গ্রেফতারের দাবি জানানো হয়।

রবিবার তার পালটা মিছিল বার করে ওই কুড়মি সংগঠন। বেলা সাড়ে বারোটা নাগাদ পুরুলিয়া বাসস্ট্যান্ডের পাশে আদিবাসী কুড়মি সমাজের কার্যালয় থেকে মিছিল পুরুলিয়া সদর থানার দিকে যাচ্ছিল। ওই সামাজিক সংগঠনের তরফে জানানো হয়েছে, তাদের মূল মানতার বিরুদ্ধে নানা কথা বলায় তারা পুরুলিয়া সদর থানায় অভিযোগ জানাতে যাচ্ছিলেন। সেই সময় তাদের মিছিল শহর পুরুলিয়ার হাটের মোড়ে আটকে দেয় পুলিশ। পাথর ছোড়ার যে অভিযোগ করছে পুলিশ তা ভিত্তিহীন। পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে গ্রেফতার করে। আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতো বলেন, “আমাদের সংগঠনের নেতা-কর্মী সমর্থকরা পুরুলিয়া সদর থানায় অভিযোগ জানাতে মিছিল করে যাচ্ছিলেন। সেই মিছিল পুলিশ আটকে দিয়ে আমাদের উপরে ইট-পাথর ছোড়ার যে অভিযোগ পুলিশ করছে তার কোন ভিত্তি নেই। ওই ঘটনায় আমাদের ১৭ জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের এই কাজ এবং শনিবার যেভাবে আমাদের বিরুদ্ধে আক্রমণ করা হয়েছে তার প্রেক্ষিতে আমরা সোমবার জেলাজুড়ে বিক্ষোভ কর্মসূচিতে নামছি।”

এই ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে ধর্মীয় ও সামাজিক সংগঠন অজিত মাহাতোকে গ্রেপ্তারের দাবির বিষয়ে সরব হওয়ার পর রবিবার এই বিষয়ে মুখ খুললেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রথম সারির নেতারা। বিজেপির জেলা সভাপতি বিবেক রাঙ্গা বলেন, “ব্যক্তিগত মতামত এভাবে প্রকাশ্যে বলা যাবে না। যার মধ্য দিয়ে কোন ধর্মের মানুষকে আঘাত করা হয়। এরকম নয় যে কুড়মি জনজাতির মানুষ জন দুর্গাপূজা করেন না। সনাতন ধর্ম থেকেই সব কিছু এসেছে।” পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো বলেন, “যে যার বিশ্বাস নিয়ে থাকুক। কেউ কাউকে যেন আঘাত না করেন।”

পুরুলিয়া জেলা তৃণমূলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তথা পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, “কুড়মি জনজাতির মানুষজনের প্রতি আমাদের সম্মান রয়েছে। তাঁদের আবেগকে আমরা মর্যাদা দিই। কিন্তু অজিতপ্রসাদ মাহাতো দেবী দুর্গাকে নিয়ে যে কু’কথা বলেছেন তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। শনিবার থেকে আমরা বলে আসছি তার গ্রেফতার চাই। সেই কারণেই থানায়-থানায় এফআইআর হচ্ছে।” পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজের রাজ্য সম্পাদক শুভেন্দু মাহাতো বলেন, “আমাদের আন্দোলন কোনো জাতি, ধর্ম, বর্ণের বিরুদ্ধে নয়। একান্ত নিজ হক আদায়ের জন্য সামাজিক আন্দোলন। কোনো ধর্মাচারণের বিরুদ্ধে কারও কোনো বক্তব্য, কুড়মি সমাজ সমর্থন করে না। কারও ব‍্যক্তিগত বক্তব্যর দায়ভার কুড়মি জনজাতি বহন করবে না।”

[আরও পড়ুন: সিরাজকে একটা SUV উপহার দিন, আনন্দ মাহিন্দ্রার কাছে আবদার ভক্তর, ভাইরাল শিল্পপতির উত্তর]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে