বিপ্লব দত্ত, রানাঘাট: পঞ্চাশে পরীক্ষা। তাতে কুড়ি পাওয়ায় ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে। রানাঘাটের এই ঘটনায় আহত দশম শ্রেণির পড়ুয়া হাসপাতালে ভরতি। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
[শিক্ষা দপ্তরের নয়া নির্দেশিকা, পুলিশ ভেরিফিকেশন ছাড়া স্কুলে চাকরি নয়]
আহত ছাত্রর নাম সাগ্নিক ঘোষ। তার বাড়ি রানাঘাটের মিশন রোড এলাকায়। রানাঘাট পালচৌধুরি হাইস্কুলের ক্লাস টেনের ছাত্র সাগ্নিকের প্রাইভেট টিউটর হলেন সৌভার্ত্য বসু। রানাঘাট পুর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়ায় সৌভার্ত্যের বাড়িতে রবিবার গিয়েছিল সাগ্নিক। সৌভার্ত্য বসু বিজ্ঞানের শিক্ষক। প্রতি রবিবার ওই শিক্ষক ছাত্রদের সাপ্তাহিক পরীক্ষা নেন। ওই দিন জীবন বিজ্ঞান পরীক্ষায় ৫০-এ ২০ পায় সাগ্নিক। তার অভিযোগ এই অপরাধে তাকে লাঠি দিয়ে বেধড়ক মারতে থাকেন শিক্ষকমশাই। ওই ছাত্রের পা, হাত এবং মাথায় আঘাত লাগে। বাড়িতে ফিরে গোটা ঘটনার কথা সাগ্নিক মাকে জানায়। তার মা বিষয়টি নিয়ে নালিশ জানাতে শিক্ষকের বাড়িতে যান। কিন্তু তার অভিযোগ শিক্ষকের সঙ্গে কথা বলতে গেলে দুর্ব্যবহার করা হয়। রানাঘাট মহকুমা হাসপাতালে সাগ্নিককে ভরতি করা হয়েছে। শরীরে কয়েক জায়গায় ব্যথা। সোমবার রানাঘাট থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে ছাত্রীটির পরিবার।
[এটিএম জালিয়াতি হলে কয়েক ঘণ্টার মধ্যে ফেরত পেতে পারেন টাকা!]
তবে মারধরের অভিযোগ মানতে নারাজ ওই শিক্ষক। সৌভার্ত্যবাবুর বক্তব্য, ওই ছাত্র নিয়মিত আসত না। পড়াশোনাও ঠিকমতো করে না। এই জন্য তিনি সামান্য শাসন করেছিলেন। কিন্তু তার জন্য অহেতুক বিষয়টিকে বড় করে দেখানো হচ্ছে। তবে শিক্ষকের এই আচরণ নিয়ে ক্ষুব্ধ ছাত্রটির পরিবার।
ছবি: সুজিত মণ্ডল