Advertisement
Advertisement
BJP

জল্পনার অবসান, বিজেপিতে যোগ দিলেন উঃ ২৪ পরগনার প্রভাবশালী তৃণমূল নেতা রতন ঘোষ

কিছুদিন আগেই তৃণমূলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেন রতনবাবু।

Ratan Ghosh, former TMC has left Trinamool and joined BJP | Sangbad Pratidin

ছবি: রূপায়ণ গঙ্গোপাধ্যায়

Published by: Tiyasha Sarkar
  • Posted:December 11, 2020 5:52 pm
  • Updated:December 11, 2020 6:18 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেওয়ার পর তৃণমূলের (TMC) প্রাথমিক সদস্য পদও ছেড়েছিলেন রতন ঘোষ। সেই থেকেই শুরু দলবদলের জল্পনা। সেই জল্পনাতেই সিলমোহর পড়ল শুক্রবার। হেস্টিংসের বিজেপি কার্যালয়ে পদ্মশিবিরের পতাকা হাতে তুলে নিলেন রতনবাবু।

জানা গিয়েছে, এদিন দুপুরে বিজেপির (BJP) হেস্টিংসের কার্যালয়ে যোগদান কর্মসূচি ছিল। সেখানে ছিলেন বিজেপি নেতা মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, সায়ন্তন বসু-সহ অন্যান্যরা। সেখানে বিজেপির পতাকা হাতে তুলে নেন রতন ঘোষ। সেই সঙ্গে উত্তর ২৪ পরগনার আরও বেশ কয়েকজন তৃণমূল নেতা যোগ দেন বিজেপি শিবিরে। এদিন হাওড়ার উদয়নারায়ণপুরের কংগ্রেস নেতা সরোজরঞ্জন কারার-সহ বেশ কয়েকজন যোগ দেন গেরুয়া শিবির। অন্যদিকে, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সম্পাদিকা সোনা চট্টোপাধ্যায় শুক্রবার যোগ দিলেন কংগ্রেসে।

Advertisement

[আরও পড়ুন: কলকাতা হাই কোর্টে ধাক্কা রাজ্য সরকারের, খারিজ উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া]

তৃণমূলের জন্ম লগ্ন থেকেই রতনবাবু ওই দলের হয়ে কাজ শুরু করেন। উত্তর ২৪ পরগনা জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতিটি সভায় তাঁকে দেখা যেত। মমতাও মঞ্চে প্রায়ই তাঁর নাম বলতেন। সেই রতন ঘোষকেই দেখা যায়নি গোপালনগরে মুখ্যমন্ত্রীর সভায়। তা নিয়ে শুরু হয় গুঞ্জন। এরপর জানা যায়, তিনি জেলাশাসকের কাছে কর্মাধ্যক্ষ পদ থেকে পদত্যাগের আবেদনপত্র জমা দিয়েছেন। রতনবাবু অবশ্য এ বিষয়টি স্পষ্ট করে কোনওদিনই কোনও মন্তব্য করেননি। প্রথম থেকেই তিনি বলেছিলেন, “সময় হলে আমি আমার বক্তব্য জানাব।” অবশেষে এবার বিজেপিতে যোগ দিলেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: ফ্ল্যাট থেকে গৃহকর্তার গলা কাটা দেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ২, খুনের কারণ নিয়ে ধন্দ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ