Advertisement
Advertisement
RG Kar

আর জি কর কাণ্ডে ফের সরব শুভেন্দু অধিকারী, আগামিকাল বাংলা স্তব্ধ করার ডাক

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শুভেন্দু অধিকারী।

RG Kar: Suvendu Adhikari slams Mamata Banerjee over Doctor's death
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 15, 2024 1:49 pm
  • Updated:August 15, 2024 4:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ড নিয়ে উত্তাল বাংলা। বুধবার রাতে আন্দোলনকারীদের উপর হামলায় বিক্ষোভের আগুন কার্যত ঘি পড়েছে। বৃহস্পতিবার সকালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, “দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ।” পাশাপাশি আগামিকাল বাংলা স্তব্ধ করার ডাক দিলেন তিনি।  

জানা গিয়েছে, আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির তরফে আন্দোলন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আর জি কর হাসপাতালের কাছাকাছি মঞ্চ তৈরি করা হবে। শুক্রবার বিজেপির মহিলা মোর্চার তরফে মোমবাতি ও মশাল মিছিল করা হবে। বৃহস্পতিবার নন্দীগ্রাম থেকে গভীর রাতে আর জি করে হামলার প্রতিবাদ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, আন্দোলনকারীদের কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হোক। পাশাপাশি আরও বলেন, “হাওড়া, কামারহাটির বাহিনী হামলা করেছে।”

Advertisement

[আরও পড়ুন: মাঝরাতে আর জি কর হাসপাতালে তাণ্ডব, অভিযুক্তদের হদিশ পেতে পুলিশের ‘অস্ত্র’ সোশাল মিডিয়া]

প্রসঙ্গত, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুতে (RG Kar Doctor Death) উত্তাল গোটা রাজ্য। প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে মশালের মতো। এই কাণ্ডের বিচার চেয়ে রাজ্যজুড়ে কর্মবিরতি পালন করেছেন জুনিয়র চিকিৎসকরা। বিচারের দাবিতে বুধবার রাতে রাজ্যজুড়ে পথে নেমেছিলেন মহিলারাও। সেই প্রতিবাদ কর্মসূচি চলাকালীনই গভীর রাতে রণক্ষেত্র হয়ে ওঠে আর জি কর হাসপাতাল। কার্যত বহিরাগতদের দখলে চলে যায় মেডিক্যাল কলেজের ক্যাম্পাস। আচমকাই জরুরি বিভাগে ঢুকে পড়ে একদল বহিরাগত। জরুরি বিভাগে ঢোকার আগে কর্মবিরতিতে অংশ নেওয়া জুনিয়রদের বেধড়ক মারধর করা হয়। এমনকী পুলিশের দিকেও তেড়ে যায় এই ‘বাহিনী’। তাদের মারমুখী মেজাজের সামনে কার্যত আত্মসমর্পণ করে পুলিশ।

[আরও পড়ুন: আর জি করে হামলার প্রতিবাদে অনশনে জুনিয়র চিকিৎসকরা, ১২ ঘণ্টা বনধ ডাকল SUCI]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement