Advertisement
Advertisement

Breaking News

মুখ্যমন্ত্রীর বিকৃত ছবি

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট, গ্রেপ্তার বিজেপি কর্মী

হাওড়ার পর এবার ঘটনাস্থল পুরুলিয়া৷

Row over BJP worker's offencive post on facebook
Published by: Sayani Sen
  • Posted:May 22, 2019 8:24 pm
  • Updated:May 22, 2019 9:17 pm

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পোস্ট করে ফের বিপাকে এক বিজেপি কর্মী৷ হাওড়ার পর এবার ঘটনাস্থল পুরুলিয়ার ধাদকিডি গ্রাম৷ এই ঘটনায় ঝন্টু রাজোয়ার নামে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে৷

[ আরও পড়ুন: ‘জয় শ্রীরাম’ না বলায় আক্রান্ত তৃণমূল নেতা, বাড়িতে ঢুকে বেধড়ক মার]

তৃণমূল পরিচালিত পাড়া পঞ্চায়েত সমিতির সদস্য জয়মল ভট্টাচার্যের অভিযোগ, ঝন্টু রাজোয়ার নামে ওই যুবক তার ফেসবুক প্রোফাইলে মুখ্যমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট করেন৷ শুধু তাই নয়৷ তাতে কিছু কুরুচিকর মন্তব্যও করে সে৷ এই ঘটনায় পাড়া থানায় অভিযোগ দায়ের করেন ওই তৃণমূল নেতা৷ সেই অভিযোগের ভিত্তিতেই পাড়ার ধাদকিডি গ্রামের বাসিন্দা ঝন্টুকে গ্রেপ্তার করা হয়৷ তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলাও রুজু করা হয়েছে৷ ঝন্টু এলাকায় বিজেপির সক্রিয় কর্মী হিসাবে পরিচিত৷ পুলিশ সুপার আকাশ মাঘারিয়া বলেন, ‘‘এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে৷’’ বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী অবশ্য ঘটনাটি এড়িয়ে গিয়েছেন৷ তিনি বলেন, ‘‘বিষয়টি আমার জানা নেই৷ খোঁজ নিয়ে দেখছি৷’’

Advertisement

[ আরও পড়ুন: ‘গদ্দারদের দল থেকে তাড়ানো হবে’, ফেসবুক পোস্টে হুমকি রবীন্দ্রনাথ ঘোষের]

এর আগে মেট গালার ব়্যাম্পে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার মুখের উপর ফটোশপের মাধ্যমে মুখ্যমন্ত্রীর মুখ বসিয়ে, ছবি বিকৃত করে সোশ্যাল সাইটে পোস্ট করেছিলেন হাওড়া বিজেপির যুব মোর্চার নেত্রী বছর ছাব্বিশের প্রিয়াঙ্কা শর্মা৷ এই ঘটনায় জলঘোলা কম হয়নি৷ সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পান তিনি৷ নিঃশর্ত ক্ষমা চাইতেও বলা হয় প্রিয়াঙ্কাকে৷ যদিও জামিন পাওয়ার পর সুরবদল করে যুব মোর্চার হাওড়া জেলার আহ্বায়ক৷ ক্ষমা না চেয়ে লড়াই করার কথাই জানিয়ে দিয়েছিলেন তিনি৷ এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও ঝন্টু রাজোয়ারের পোস্ট নিয়ে শোরগোল শুরু হয়েছে৷

Advertisement

ছবি: অমিত সিং দেও

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ