Advertisement
Advertisement

Breaking News

জঙ্গলমহলে অস্ত্রভাণ্ডার, শালবনির জঙ্গল থেকে উদ্ধার গুলি ভরতি কন্টেনার

কোথা এল এত গুলি?

Salboni: huge coach Of cartridges recovered in Jungle
Published by: Tanumoy Ghosal
  • Posted:August 3, 2018 11:57 am
  • Updated:August 3, 2018 12:28 pm

সম্যক খান, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের শালবনির জঙ্গলে অস্ত্রভাণ্ডারের হদিশ মিলল৷ বিপুল পরিমাণ গুলি কন্টেনারে ভরে মাটির নিচে পোঁতা ছিল৷ শুক্রবার সকালে কদমাশোল গ্রাম লাগোয়া জঙ্গল থেকে কন্টেনারটি  উদ্ধার করল পুলিশ৷ কিন্তু, জঙ্গলে এত গুলি এল কোথা থেকে?  তদন্তে শালবনি থানার পুলিশ৷ প্রাথমিক তদন্তে অনুমান, গভীর জঙ্গলে কন্টেনারটি পুঁতে রেখেছিল মাওবাদীরা৷

[হুগলিতে বিজেপি নেত্রীর শ্লীলতাহানি, কাঠগড়ায় খোদ জেলা সভাপতি]

Advertisement

জঙ্গলমহলের জেলা পশ্চিম মেদিনীপুর৷ শালবনি, লালগড়-সহ বিভিন্ন এলাকায় একসময়ে মাওবাদীদের বাড়বাড়ন্তে ঘুম উড়েছিল প্রশাসনের৷ গভীর জঙ্গলে লুকিয়ে থাকত ‘বনপার্টি’র সদস্যরা৷ কম রক্ত ঝরেনি জঙ্গলমহলে৷ মাওবাদীদের হাতে খুন  হয়েছেন বহু নিরীহ গ্রামবাসী৷ রেহাই পাননি রাজনৈতিক নেতারাও৷ এখনও খোঁজ নেই অনেকের৷ রাজ্যে পালাবদলের পর পশ্চিম মেদিনীপুরে বুড়িশোলের জঙ্গলে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মারা যান মাওবাদীদের শীর্ষনেতা কিষেণজি৷ শান্তি ফিরেছে জঙ্গলমহলে৷ উন্নয়নে ছোঁয়ায় নতুন জীবন পেয়েছেন স্থানীয় বাসিন্দারা৷ কিন্তু, জঙ্গল থেকে মাওবাদীদের স্মৃতি এখনও মুছে যায়নি৷ শুক্রবার সকালে শালবনিতে গভীর জঙ্গল থেকে প্রচুর গুলি উদ্ধার করল পুলিশ৷

Advertisement

শালবনির ভীমপুর থানার প্রত্যন্ত গ্রাম কদমাশোল৷ গ্রামের কাছে গভীর জঙ্গল৷ জঙ্গলটি ‘আনন্দনগর জঙ্গল’  নামে পরিচিত৷ গোপনসূত্রে খবর পেয়ে জঙ্গলে অভিযান চালায় পুলিশ৷ শুক্রবার সকালে ইনসাস, এলএলআর-সহ বিভিন্ন বন্দুকের গুলি উদ্ধার হয়৷ তদন্তকারীরা জানিয়েছেন, গুলিভরতি একটি কন্টেনার মাটির নিচে পোঁতা ছিল৷ প্রাথমিক তদন্তে অনুমান, মাওবাদীরা সম্ভবত কন্টেনারটি মাটির নিচে পুঁতে রেখেছিল৷

[ উড়ানে বিমানসেবিকার সঙ্গে স্বামীকে আপত্তিকর অবস্থায় দেখলেন মহিলা, তারপর…]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ