Advertisement
Advertisement

উড়ানে বিমানসেবিকার সঙ্গে স্বামীকে আপত্তিকর অবস্থায় দেখলেন মহিলা, তারপর…

OMG!

Siliguri: women caught her husband in objectionable position with another lady in Plane
Published by: Tanumoy Ghosal
  • Posted:August 3, 2018 9:21 am
  • Updated:August 3, 2018 10:08 am

সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: স্ত্রী বিমানসেবিকা৷ আর বেঙ্গালুরু থেকে দিল্লি যাওয়ার উড়ানেই অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হলেন স্বামী! ফলে যা হওয়ার, তাই হল৷ স্বামীকে হাতেনাতে ধরে ফেললেন ওই মহিলা৷ প্রমাণস্বরূপ অন্য মহিলার সঙ্গে স্বামীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি আবার ছড়িয়ে দিলেন সোশ্যাল মিডিয়ায়৷ বৃহস্পতিবার শিলিগুড়ির মাটিগাড়া থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা৷ তাঁর অভিযোগ, আলোচনার জন্য শিলিগুড়িতে ডেকে পাঠিয়ে মারধর করেছেন শ্বশুরবাড়ির লোকেরা৷

[ স্কুলে বসেই মদ্যপান, শাস্তির মুখে নবম শ্রেণির পাঁচ ছাত্রী]

Advertisement

মণীষা গুরুংয়ের বাপের বাড়ি কালিম্পিংয়ে৷ ২০১১ সালে বিয়ে করেন তিনি৷ মণীষার স্বামী মণীশ ইয়নজন দার্জিলিংয়ের বাসিন্দা৷ শিলিগুড়ির মাটিগাড়ায় থাকেন ওই দম্পতি৷ ছেলের বয়স চার বছর৷ ২০১৬ সালে বিমানসেবিকার চাকরি নিয়ে বেঙ্গালুরু চলে যান মণীষা৷ ছুটিতে স্বামীর কাছে আসতেন৷ শ্বশুরবাড়িতে টাকাও পাঠাতেন৷ এদিকে দিল্লিতে এক বেসরকারি সংস্থায় চাকরি পান মণীশ৷ রাজধানীতে একাই থাকতে শুরু করেন তিনি৷ স্ত্রীর মাধ্যমে এক বিমানসেবিকার সঙ্গে আলাপ হয় মণীশের৷ তাঁর স্ত্রী মণীষা গুরুংয়ের অভিযোগ, ক্রমেই ঘনিষ্ঠতা বাড়ে দু’জনের৷ এমনকী, দিল্লিতে ওই বিমানসেবিকার সঙ্গে একই বাড়িতে থাকতেন মণীশ৷ দিন দুয়েক আগে আগাম না জানিয়ে বেঙ্গালুরু থেকে বিমানে দিল্লিতে স্বামীর কাছে যাচ্ছিলেন মণীষা৷ তাঁর অভিযোগ, বিমানে ওই বিমানসেবিকার সঙ্গে মণীশকে আপত্তিকর অবস্থায় দেখেন তিনি৷ মোবাইলে দু’জনের ছবি তোলেন ওই মহিলা৷ এরপর সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে দেন তিনি৷ শোরগোল পড়ে যায়৷ ওই বিমানসেবিকার অভিযোগ, স্বামীর সঙ্গে তাঁর সমস্যা মেটানোর জন্য মাটিগাড়ায় দুর্গামন্দির এলাকায় সালিশি সভা বসান শ্বশুরবাড়ির লোকেরা৷ কিন্তু সমাধানসূত্র মেলেনি৷ উলটে মনীষা গুরুংকে মারধর করা হয় বলে অভিযোগ৷ বৃহস্পতিবার শিলিগুড়ির মাটিগাড়া থানায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মণীষা গুরুং৷ শিলিগুড়ির সহকারী পুলিশ কমিশনার (পশ্চিম)প্রণব শিকদার বলেন,  ‘বিমানসেবিকার অভিযোগ মিলেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজ চলছে।‘

Advertisement

[‘ভাগীরথীতে তলিয়ে যাব না তো?’ প্রমাদ গুনছেন নদিয়ার ৭ গ্রামের বাসিন্দারা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ