১৪ আশ্বিন  ১৪৩০  সোমবার ২ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

ঝড়বৃষ্টিতে বিপত্তি, ভাঙল হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ

Published by: Sayani Sen |    Posted: June 9, 2023 7:51 pm|    Updated: June 9, 2023 7:59 pm

Saraighat Express pantograph broken, train service disrupted । Sangbad Pratidin

ধীমান রায়, কাটোয়া: ঝড়বৃষ্টিতে বিপত্তি। ভাঙল আপ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ। তার ফলে বেশ খানিকক্ষণ ধরে বনপাশ স্টেশনে আটকে ট্রেন। ভোগান্তির শিকার যাত্রীরা। যত তাড়াতাড়ি সম্ভব মেরামতির বন্দোবস্ত করা হচ্ছে বলেই জানিয়েছে রেল।

শুক্রবার দুপুরের পর থেকেই আকাশ কালো মেঘে ছেয়ে যায়। বিকেল হতে না হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয় বৃষ্টি। সঙ্গে বইতে থাকে ঝোড়ো হাওয়াও। তারই মাঝে আপ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস বনপাশ স্টেশন দিয়ে যাচ্ছিল। সেই সময় আচমকাই ভেঙে যায় প্যান্টোগ্রাফ। প্রায় সাথে সাথেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ট্রেনটি। ওই স্টেশনেই দুরপাল্লার ট্রেনটি দাঁড়িয়ে যায়। 

[আরও পড়ুন: ‘খোকাবাবুর তথ্যেই গ্রেপ্তার একের পর এক নেতা’, নাম না করে অভিষেককে নিয়ে বিস্ফোরক অধীর]

তার ফলে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকে যায়। কোথায় দুরপাল্লার আবার কোথায় লোকাল ট্রেনও লাইনে দাঁড়িয়ে পড়ে। ভোগান্তির শিকার হন যাত্রীরা। উল্লেখ্য, এর আগে গত মে মাসেও ঠিক একই বিপত্তি ঘটে। আপ সরাইঘাট এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ায় সমস্যার সম্মুখীন হন যাত্রীরা।  

[আরও পড়ুন: সিন্ধি ভাষা নিয়ে বিতর্কিত মন্তব্য! নিন্দার ঝড়, পাকিস্তানের কাছে ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে