Advertisement
Advertisement

Breaking News

North Dinajpur

ফের রাজ্যে শুটআউট, বিয়েবাড়ি থেকে ফেরার পথে গুলিতে খুন তৃণমূল পঞ্চায়েত সদস্যের জামাই

খুনের নেপথ্যে বিজেপি, দাবি মৃতের শ্বশুরের।

Shoot out at Itahar, one youth died | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 13, 2023 9:44 am
  • Updated:December 13, 2023 9:44 am

শংকরকুমার রায়, রায়গঞ্জ: ফের উত্তর দিনাজপুরে শুটআউট। শ্যালিকার বিয়ের অনুষ্ঠান থেকে রাতে একা বাইকে করে বাড়িতে ফেরার পথে গুলিতে খুন তৃণমূল পঞ্চায়েত সদস্যের জামাই। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহারের মহা ফতেপুর বাজার এলাকায়।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম তন্ময় সরকার। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডির দেউখণ্ডার বাসিন্দা তিনি। পেশায় কৃষক। তাঁর শ্বশুর দেবকুমার সরকার ইটাহারের পতিরাজপুর পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য। পতিরাজপুর গ্রাম পঞ্চায়েতের সাহাভিটায় বিয়ে গিয়েছিলেন তন্ময়। সেখান থেকে ফেরার সময় পিছন দিক থেকে সশস্ত্র দুষ্কৃতীরা প্রথমে পিঠে গুলি চালায়। তার পর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তন্ময়। তাঁর চিৎকারের আওয়াজে গ্রামবাসীর ছুটে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভর্তি করে হাসপাতালে।

Advertisement

[আরও পড়ুন: এক লটারি বদলে দিল ভাগ্য, রাতারাতি কোটিপতি লরিচালক]

তার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যুবককে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে  রেফার করা হয়। গভীর রাতে অস্ত্রোপচার করার চেষ্টা করেন চিকিৎসকরা। কিন্তু শেষরক্ষা হল না। বুধবার ভোর সাড়ে চারটা নাগাদ মৃত্যু হয় যুবকের। মৃতের শ্বশুর দেবকুমার সরকারের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে তাঁর সমর্থনে ভোট প্রচার করায় খুন করা হল জামাইকে। ঘটনার সঙ্গে বিজেপির যোগ রয়েছে বলে দাবি তাঁর। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

Advertisement

[আরও পড়ুন: ঘন কুয়াশায় গা ঢাকা, মহানন্দে খেতের আলু সাবাড় করছে হাতির দল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ