Advertisement
Advertisement
গুলি

জমি বিবাদে রায়গঞ্জে গুলিবিদ্ধ যুবক, পুলিশের জালে ৫ দুষ্কৃতী

বিজেপির অভিযোগ, তৃণমূল এই ঘটনার সঙ্গে জড়িত।

Shootout at Raiganj area, youth sustains bullet injury
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 9, 2019 5:24 pm
  • Updated:July 9, 2019 5:28 pm

শঙ্করকুমার রায়, উত্তর দিনাজপুর:  জমি বিবাদের জেরে বাড়িতে ঢুকে এক যুবককে গুলি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের উকিলপাড়ায়। আহত যুবক উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ।

[আরও পড়ুনফের কোচবিহারে সুব্রত বক্সির গাড়ি ঘিরে বিক্ষোভ, কাঠগড়ায় বিজেপি]

রায়গঞ্জের সুভাষগঞ্জের বাসিন্দা তাপস সরকার সোমবার উকিলপাড়ায় তাঁর মামাবাড়িতে যান। মঙ্গলবার সকালে মামাবাড়িতেই ছিলেন তিনি। অভিযোগ,  হঠাৎই বাড়িতে ঢুকে তাপসকে লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন যুবক। একটি গুলি লাগে তাঁর পেটে। গুলির শব্দে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসতেই চম্পট দেয় অভিযুক্তরা। স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় তাপসকে প্রথমে  নিয়ে যান রায়গঞ্জ হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়। এদিকে  খবর পেয়েই ঘটনাস্থলে যায় রায়গঞ্জ থানার পুলিশ। সূত্রের খবর, ঘটনায় জড়িত সন্দেহে সঞ্জীব মণ্ডল ওরফে বাবুসোনা-সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, আক্রান্তের মামাবাড়ির পাশেই একটি বেসরকারি হাসপাতাল ও একটি রেস্তরাঁ। ওই হাসপাতাল ও রেস্তরাঁর মাঝে ২ কাটা জমি রয়েছে। ওই জমি আদতে আক্রান্তের মামার। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই স্থানীয় একদল দুষ্কৃতী ওই জমি দখল করার চেষ্টা করছে। তা নিয়ে আক্রান্তের মামাবাড়ির সদস্যদের সঙ্গে দুষ্কৃতীদের বিবাদও হয়। অভিযোগ, সেই অশান্তির কারণেই তাপসকে গুলি করা হয়েছে। বিজেপির জেলা সভাপতি নির্মল দাম বলেন, “তাপস আমাদের সক্রিয় কর্মী। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাপসকে গুলি করেছে।” তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় তাণ্ডব চালাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। একাধিকবার তিনি প্রশাসনের কাছে অভিযোগ  জানিয়েছেন। দ্রুত সমস্যার সমাধান হোক, অভিযুক্তদের শাস্তি দেওয়া হোক, দাবি তাঁর। যদিও বিজেপি নেতার অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। 

Advertisement

[আরও পড়ুন: কাটমানি ইস্যুতে এবার কাঠগড়ায় সায়ন্তন, বসিরহাটে পোস্টার বিজেপি কর্মীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ