BREAKING NEWS

১২ আশ্বিন  ১৪৩০  শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

বিবাহ বর্হিভূত সম্পর্কের জের! মাথায় হাতুড়ি মেরে স্ত্রীকে ‘খুন’ স্বামীর

Published by: Paramita Paul |    Posted: September 18, 2023 7:15 pm|    Updated: September 18, 2023 7:20 pm

Siliguri Man Allegedly murdered his wife | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

তারক চক্রবর্তী, শিলিগুড়ি: স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক মানতে পারছিলেন না স্বামী। বারবার বাধা দিলেও সে পথ থেকে সরে আসেনি স্ত্রী। শেষপর্যন্ত রাগের মাথায় হাতুড়ি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে খুন করল স্বামী। বিশ্বকর্মা পুজোর দুপুরে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা পারিষদ এলাকার শিবমন্দির নারায়ণ পল্লিতে।

পুলিশ জানিয়েছে, মৃতার নাম সোনালি কুণ্ডু (৩২)। ঘটনাস্থলে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেড় মাস আগে ওই এলাকায় বাড়ি ভাড়া নিয়েছিলেন অভিযুক্ত স্বামী রাহুল কুণ্ডু, তাঁর স্ত্রী সোনালি কুণ্ডু ও তাঁদের সাত বছরের কন্যা সন্তান।

[আরও পড়ুন: গণেশ চতুর্থীর আগে ফুলের দাম আকাশছোঁয়া! বাজার যাওয়ার আগে জেনে নিন দর]

রাহুলের অভিযোগ, প্রায় দুবছর ধরে অন্য এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায় সোনালি। বারবার বাধা দিলেও তাঁর কথা শুনছিলেন না স্ত্রী। এদিন দুপুরে ফের একই ঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। অভিযোগ সেই সময় সামনে থাকা হাতুড়ি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন স্বামী। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সোনালিদেবী। ঘটনার পর নিজেই প্রতিবেশীদের জানান রাহুল। এরপর তারা স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানালে পুলিশকে খবর দেওয়া হয়।

দুপুরেই ঘটনাস্থলে মাটিগাড়া থানার পুলিশ পৌঁছে মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। তবে কী কারণে এই খুন তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে মাটিগাড়া থানার পুলিশ।

[আরও পড়ুন: তৃণমূলের প্রাক্তন মহিলা উপপ্রধানকে বিবস্ত্র করে মার! বিজেপির বিরুদ্ধে হিংসার অভিযোগ তুলে সরব TMC]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে