Advertisement
Advertisement

Breaking News

Skeleton

ফুটবল ম্যাচ চলাকালীন মাঠে উদ্ধার নরকঙ্কাল! আতঙ্ক ছড়াল জগদ্দলে

স্থানীয়দের অনুমান, কঙ্কালটি মহিলার।

Skeleton found in the field while football match was going on at Jagaddal | Sangbad Pratidin

ছবি:

Published by: Sucheta Sengupta
  • Posted:August 30, 2021 10:57 am
  • Updated:August 30, 2021 1:31 pm

অর্ণব দাস, বারাকপুর: ফুটবল ম্যাচ (Football) চলাকালীন মাঠে কঙ্কাল দেখে আতঙ্ক ছড়াল উত্তর ২৪ পরগনার (North 24 parganas)জগদ্দলে। এর জেরে স্থগিত হয়ে যায় ম্যাচ। খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। কীভাবে ওই জায়গায় কঙ্কালটি এল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

Skeleton
মাঠে উদ্ধার নরকঙ্কাল

রবিবার গভীর রাতের ঘটনা। ভাটপাড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের গুড়দহের খেলার মাঠে রবিবার ডে-নাইট ফুটবল প্রতিযোগিতা চলছিল। খেলতে খেলতে পাশের মাঠে চলে যায় ফুটবলটি। তা কুড়িয়ে আনতে গিয়েই নরকঙ্কাল (Skeleton) পড়ে থাকতে দেখেন এক যুবক। রাতে এ নিয়ে বেশ আতঙ্ক ছড়ায়। স্থানীয় মানুষজন ওই মাঠে জমায়েত হয়। এরপর ভোরবেলা খবর পেয়ে জগদ্দল (Jagaddal) থানার পুলিশ আসে। কীভাবে জনবহুল এলাকায় ওই খেলার মাঠের পাশে আগাছাভরতি জঙ্গলে কঙ্কাল এল, তা নিয়ে ধোঁয়াশায় বাসিন্দারা।

Advertisement

[আরও পড়ুন: তৃণমূল বিধায়ক Raj Chakraborty’র বৈঠক চলাকালীন হামলার অভিযোগ, আহত ৬]

তবে দেখেশুনে স্থানীয়দের অনুমান, এটি একজন মহিলার কঙ্কাল এবং তা অর্ধদগ্ধ। কঙ্কালটি মাস দুয়েক আগে ফেলা হয়েছে। খুন করে প্রমাণ লোপাটের জন্য মৃতদেহ পুড়িয়ে কঙ্কালটি ওখানে ফেলা হয়েছে। অথবা এমনও হতে পারে, কোভিড (COVID-19) রোগীর মৃতদেহ পুড়িয়ে নির্জন জঙ্গলে ফেলা হয়েছে। এর নেপথ্যে আবার কোনও পাচারচক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এই এলাকায় এ ধরনের কঙ্কাল উদ্ধারের ঘটনা সাম্প্রতিককালের মধ্যে ঘটেনি বলেই দাবি স্থানীয়দের। তবে তাঁরা জানাচ্ছেন, বহুদিন আগে এই মাঠটি ‘কবরখোলা মাঠ’ বলে পরিচিত ছিল। এখানে কবর দেওয়া হতো। এদিন উদ্ধার হওয়া কঙ্কালটি সেই সময়কার কি না, সেই প্রশ্নও উঠছে।

Advertisement

[আরও পড়ুন: Weather Update: ভ্যাপসা গরম থেকে রেহাই মিলবে রাজ্যবাসীর? জেনে নিন কী বলছে হাওয়া অফিস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ